সমাজ সংস্কার আন্দোলনে মহাদেব গোবিন্দ রানাডে অবদান
Contents
সমাজ সংস্কার আন্দোলনে মহাদেব গোবিন্দ রানাডে অবদান
উনিশ শতকে সারা ভারত জুড়ে সংস্কারবাদী যে আন্দোলন শুরু হয় তার অংশীদার হয়েছিল প্রার্থনা সমাজ । প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা আত্মারাম পান্ডুরঙ্গ হলেও এর অন্যতম প্রাণ পুরুষ ছিলেন বােম্বাই উচ্চ বিচারালয়ের বিচারপতি মহাদেব গােবিন্দ রাণাডে । প্রার্থনা সমাজ আন্দোলনের উদ্দেশ্য গুলিকে সফল করার জন্য রাণাডে তার শেষ জীবন পর্যন্ত চেষ্টা করে গেছেন । রাণাডে বলতেন — “ কোনাে সংস্কারকের সাদা কাগজে কিছু লেখা উচিত নয় । তার কর্তব্য হল অর্ধ সমাপ্ত বাক্যগুলি সমাপ্ত করা । ”

মহাদেব গোবিন্দ রানাডে আদর্শ
- প্রগতিশীল দৃষ্টিভঙ্গির অধিকারী রাণাডে চেয়েছিলেন পাশ্চাত্যের আধুনিক ভাবধারার সাহায্যে এদেশীয় সমাজ সভ্যতার অবস্থানের উন্নতি ঘটাতে ।
2. তিনি সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠা , বাল্যবিবাহ , জাতিভেদ প্রথা , অস্পৃশ্যতার বিরােধিতা সর্বোপরি প্রগতিশীল সংস্কারের দ্বারা ধর্ম ও সমাজকে উন্নতির চেষ্টায় বিশ্বাসী ছিলেন ।
3. রাণাডে বিশ্বাস করতেন রাজনৈতিক ক্ষমতার ওপর ভিত্তি করেই সমাজের উন্নতি ঘটানাে সম্ভব ।
মহাদেব গোবিন্দ রানাডে কার্যাবলি
প্রার্থনা সমাজের উদ্দেশ্য ও কর্মসূচি গুলি সফল রূপায়ণের জন্য রাণাডে বিভিন্ন প্রচেষ্টা নেন ।
বিধবা বিবাহ সমিতি গঠন :
রাণাডে গঠন করেন বিধবা বিবাহ সমিতি ( ১৮৬১ খ্রি. ) । এই সমিতির দ্বারা তিনি বাল্য বিধবাদের স্বার্থ রক্ষা ও তাদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটানাের চেষ্টা করেন ।
সার্বজনিক সভা প্রতিষ্ঠা :
ভারতবাসীর রাজনৈতিক সুযােগ সুবিধা ও বিভিন্ন দাবিদাওয়াগুলি আদায় করার উদ্দেশ্যে তিনি পুণাতে সার্বজনিক সভা প্রতিষ্ঠা করেন ( ১৮৭০ খ্রি. ) । তিনি এই সভা প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের সব শ্রেণির মানুষের কল্যাণ সাধন করতে চেয়েছিলেন ।
দাক্ষিণাত্য শিক্ষা সমাজ গঠন :
শিক্ষার সার্বিক প্রসারের লক্ষ্যে তিনি দাক্ষিণাত্য শিক্ষা সমাজ ( Deccan Education Society ) প্রতিষ্ঠা করেন ( ১৮৮৪ খ্রি. ) । এই সংস্থাটির প্রচেষ্টায় পুনাতে ফারগুসন কলেজ , সাংলিতে উইলিংডন কলেজ প্রতিষ্ঠিত হয় । পরবর্তী সময়ের কংগ্ৰেস নেতা তথা গান্ধীজীর রাজনৈতিক গুরু গােপালকৃষ্ণ গােখলে এই সভার সেবক ছিলেন । রাণাডে তাঁর সংস্কারমূলক কাজগুলি করতে গিয়ে কখনােই জাতির ঐতিহ্য ও গৌরবকে বিস্মৃত হননি ।
মূল্যায়ন
মহাদেব গােবিন্দ রাণাডে প্রার্থনা সমাজের এক সংস্কারক রূপে ধর্ম ও সংস্কার আন্দোলনের ক্ষেত্রে যে ভূমিকা পালন করে গেছেন তাতে তিনি রামমােহন বা সৈয়দ আহমেদের কাছাকাছিই থাকবেন । রাণাডে তাঁর সমালােচকদের সাবধান করে দিয়ে বলেছিলেন যে , সংস্কারের বিরােধিতা করলে সমাজকে আরও অবক্ষয়ের পথে নিক্ষেপ করা হবে । গবেষিকা জেরাল ডাইন ফরবেসের মতে — রাণাডে সংস্কারকামী কর্মসূচি এবং ঐতিহ্যশালী সমাজের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করে গেছেন ( ‘ Ranade tried to mediate between a reformist agenda and traditional society ‘ ) ।