মেহেরগড় সভ্যতার অবস্থান ও কালসীমা
মেহেরগড় সভ্যতার অবস্থান ও কালসীমা

মেহেরগড় সভ্যতার অবস্থান
১৯৭৪ খ্রিস্টাব্দে ফরাসি প্রত্ন-বিজ্ঞানী জাঁ ফ্রাঁসােয়া জারিজের নেতৃত্বে বালুচিস্তানের বােলান নদীর তীরে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় । মেহেরগড় ও তার সন্নিহিত ২০০ হেক্টর এলাকা জুড়ে এই সভ্যতার নিদর্শন পাওয়া গেছে । ঐতিহাসিকরা গবেষণা ও নিদর্শনের সংরক্ষণের সুবিধার জন্য কেন্দ্রটিকে এম. আর. ১ , এম. আর. ২ , এম. আর. ৩ প্রভৃতি এলাকায় বিভক্ত করেছেন । তা ছাড়া বর্তমান পাকিস্তানের নৌসেরা ও পিরাক -এ প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে ।
মেহেরগড় সভ্যতার কালসীমা
ফ্রাঁসােয়া জারিজ মেহেরগড় সভ্যতার সময়ের ব্যাপ্তিকে তিন পর্বে ভাগ করেছেন । কিন্তু আসকো পারপােলা আটপর্বের যে কালসীমা নির্ণয় করেছেন তা হল —
প্রথম পর্ব : আনুমানিক ৭,০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৬,০০০ খ্রিস্টপূর্বাব্দ ।
দ্বিতীয় পর্ব : আনুমানিক ৬,০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৫,০০০ খ্রিস্টপূর্বাব্দ ।
তৃতীয় পর্ব : আনুমানিক ৫,০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৩,৬০০ খ্রিস্টপূর্বাব্দ ।
চতুর্থ – পঞ্চম পর্ব : আনুমানিক ৩,৬০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৩,২০০ খ্রিস্টপূর্বাব্দ ।
ষষ্ঠ – সপ্তম পর্ব : আনুমানিক ৩,২০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ২,৬০০ খ্রিস্টপূর্বাব্দ ।
অষ্টম পর্ব : আনুমানিক ২,৬০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১,৮০০ খ্রিস্টপূর্বাব্দ ।
শেষের পর্বগুলিতে হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য গুলি ক্রমশ প্রকট হয়ে উঠেছিল ।