হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন
Contents
হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন
সিন্ধু অঞ্চলে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ভিত্তিতে আমরা এই অঞ্চলের অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে নিম্নলিখিত ধারণা লাভ করি —

হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক শ্রেণি বিন্যাস
ঐতিহাসিক দামােদর ধর্মানন্দ কোশাম্বী মনে করেন —
i. প্রভাবশালী পুরােহিত ও শাসকগােষ্ঠী ,
ii. বেতনভুক যােদ্ধ সম্প্রদায় ,
iii. বণিক , কারিগর ও ভূস্বামীদের দল এবং
i v. চাষি , দরিদ্র শ্রমিক , ভৃত্য ও দাস
— এই চার শ্রেণির মানুষ নিয়ে গড়ে উঠেছিল হরপ্পা সভ্যতার সমাজ । গর্ডন চাইল্ডের মতে , দুর্গ এলাকায় বসবাসকারী অর্থ আর ক্ষমতায় বলীয়ান পুরােহিত এবং অভিজাত শাসক শ্রেণি ধাতু নির্মিত ভারী অস্ত্রের জোরে সমাজে অন্য সকলকে দমিয়ে রাখত ।
হরপ্পা সভ্যতার অধিবাসীদের সমাজ ব্যবস্থা
সিন্ধু উপত্যকায় প্রাপ্ত অসংখ্য নারী মূর্তি দেখে ঐতিহাসিকদের অনুমান এখানে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রচলিত ছিল ।
হরপ্পা সভ্যতার অধিবাসীদের পােশাক পরিচ্ছদ ও অলংকার
উৎখননের ফলে পাওয়া মানব মূর্তি থেকে ঐতিহাসিকরা অনুমান করেন যে এই সভ্যতাবাসী নারী ও পুরুষ উভয়েই তাদের শরীরের ঊর্ধ্বাংশ ও নিম্নাংশ ঢাকার জন্য ব্যবহার করত দু খণ্ড বস্ত্র । পােশাকের জন্য ব্যবহৃত হত সুতি ও পশম ; নারী পুরুষ উভয়েই ধাতু ও পাথরের তৈরি নানা ধরনের অলংকার ব্যবহার করত ।
হরপ্পা সভ্যতার অধিবাসীদের জীবিকা ও খাদ্যাভ্যাস
কৃষি , পশুপালন , শিল্প ও বাণিজ্য ছিল হরপ্পাবাসীদের জীবিকা । গম , যব , বালি , ধান , ফলমূল , দুধ , মাংস ও মাছ তারা খাদ্য হিসেবে ব্যবহার করত ।
হরপ্পা সভ্যতার অধিবাসীদের বিনােদন
নাচ , গান , পশু শিকার , পাশা খেলা ও ষাঁড়ের লড়াই ছিল তাদের বিনােদনের মাধ্যম । পরিসমাপ্তিতে মার্টিমার হুইলার – এর বক্তব্যের প্রতিধ্বনি করে বলা যায় , হরপ্পা সভ্যতার জীবন চর্যায় বুর্জোয়া সভ্যতার ছাপ ছিল স্পষ্ট ।