সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন
সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন

সিন্ধু অঞ্চলের বিভিন্ন স্থানে খননকার্য চালিয়ে যে সমস্ত নিদর্শন পাওয়া গেছে , তার মধ্যে হরপ্পায় প্রাপ্ত নিদর্শনগুলি সর্বাপেক্ষা প্রাচীন ও গুরুত্বপূর্ণ । তা ছাড়া এই সভ্যতার কেন্দ্রের অধিকাংশ নিদর্শনগুলির সঙ্গে হরপ্পায় পাওয়া নিদর্শনগুলির অদ্ভুত মিল রয়েছে । তাই সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় ।
সিন্ধু সভ্যতাকে নগর সভ্যতা বলা হই কেন তা দিলা ভাল হতো
এই সভ্যতার প্রধান নগর ছিল হরপ্পা ও মহেঞ্জোদারো। এছাড়া লথাল, কালিবঙ্গান প্রভৃতি অঞ্চলে ছোট ছোট নগর ছিল। ভারতীয় উপমহাদেশের হরপ্পা সভ্যতার প্রথম নগর গড়ে উঠেছিল বলে হরপ্পা সভ্যতাকে নগর কেন্দ্রিক সভ্যতা বলে।