ইতিহাস

প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপির গুরুত্ব

Contents

প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপির গুরুত্ব

download 15
লিপি

প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে লিপি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান । এতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেছেন , প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে লিপিগুলিকে প্রথম স্থান দেওয়া হয় , কারণ তথ্য সরবরাহে এদের অবদান অমূল্য । ঐতিহাসিক গুরুত্বের বিচারে এ পর্যন্ত আবিষ্কৃত প্রাচীন ভারতীয় লিপিগুলির মধ্যে মৌর্য সম্রাট অশােকের লিপিমালা , গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি , চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর আইহােল লিপি , শক – ক্ষত্ৰপ রুদ্রদামনের জুনাগড় লিপি , কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা লিপি এবং সাতবাহনরাজ গৌতমীপুত্র সাতকর্ণীর নাসিক প্রশস্তি বিশেষ উল্লেখের দাবি রাখে । প্রাচীন লিপিগুলি থেকে ভারত – ইতিহাসের যেসব তথ্য পাওয়া যায় তা হল —

রাজার রাজ্যসীমা

কখনও লিপির প্রাপ্তিস্থান থেকে আবার কখনও লিপিতে উৎকীর্ণ তথ্য থেকে সংশ্লিষ্ট রাজার রাজ্যসীমা সম্পর্কে ধারণা করা যায় । যেমন , এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের রাজ্যসীমা সম্পর্কে জানা যায় ।

রাজাদের সামগ্রিক কার্যকলাপ

লিপিতে উৎকীর্ণ তথ্যাদি থেকে সংশ্লিষ্ট রাজাদের যুদ্ধ জয় , ধর্মপ্রচার , আদেশ – উপদেশ এবং সংস্কার ও প্রজাকল্যাণমূলক কার্যাবলি সম্পর্কে জানা যায় । যেমন অশােকের শিলালিপিগুলি থেকে তাঁর কলিঙ্গ যুদ্ধ , ধর্ম প্রচার , প্রজাকল্যাণকর কার্যাদি ইত্যাদি সম্পর্কে জানা যায় ।

সমকালীন ধর্মবিশ্বাস , ভাষা এবং শিল্পকলা – সংক্রান্ত তথ্যাদি

দেবমন্দিরের গায়ে উৎকীর্ণ ধর্মীয় উদ্দেশ্যে প্রচারিত বেসরকারি লিপিগুলি ধৰ্ম ও শিল্পকলার ইতিহাস রচনার অপরিহার্য উপাদান । অশােকের ধর্মলিপিগুলি থেকেও বৌদ্ধ ধর্ম সম্পর্কে বহু তথ্য পাওয়া যায় । লিপিগুলিতে ব্যবহুত ভাষা থেকে সেকালের ভাষাচর্চা সম্পর্কেও ধারণা করা যায় । যেমন , অশােকের লিপিতে ব্যবহৃত ভাষাগুলি হল — ব্রাহ্মী , খরােষ্ঠী , প্রাকৃত , অ্যারামিক গ্রিক অ্যারামিক

ভূমি , কৃষি এবং অর্থনীতি – সংক্রান্ত তথ্যাদি

সাতবাহন , গুপ্ত ও গুপ্তোত্তর যুগের তামার পাতে উৎকীর্ণ যে ভূমিদান – সংক্রান্ত লিপিগুলি পাওয়া গেছে , তা থেকে তৎকালীন ভূমি ও কৃষি ব্যবস্থা এবং রাজ্যের অথনীতি সম্পর্কে মূল্যবান তথ্য পাওয়া যায় । যেমন , ১৯৮৭ খ্রিস্টাব্দে মালদহ জেলায় আবিষ্কৃত তাম্রলিপি থেকে জানা যায় , পালরাজা মহেন্দ্রপালদেব বৌদ্ধদের জমি দান করেছিলেন ।লিপি হল ইতিহাসের জীবন্ত দলিল , কারণ সাহিত্য সূত্রে কালান্তরে পরিবর্তন আসার সম্ভাবনা থাকলেও লিপির ভাষ্য অপরিবর্তিতই থেকে যায় । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!