ইতিহাস

প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব

Contents

প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব

images 32
মুদ্রা

প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব অপরিসীম । প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের ফলে প্রাচীন ভারতে ব্যবহৃত সােনা , রুপা , তামা প্রভৃতি ধাতুর বহু মুদ্রা আবিষ্কৃত হয়েছে । এই মুদ্রাগুলি থেকে রাজাদের নাম , তাঁদের রাজত্বকালের সাল – তারিখ , তাঁদের ধর্মবিশ্বাস ও রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধি ইত্যাদি বিভিন্ন বিষয় জানা যায় ।


ব্যাকট্রিয় গ্রিক রাজাদের ইতিহাস

দ্বিতীয় ও প্রথম খ্রিস্টপূর্বাব্দে আফগানিস্তান ও উত্তর – পশ্চিম ভারতে রাজত্বকারী দ্বিতীয় ইউথিডেমাস , প্যান্টালিয়ন প্রমুখ ত্রিশজন ব্যাকট্রিয় গ্রিক শাসকের ইতিহাস জানার একমাত্র উপাদান হল তাঁদের মুদ্রা ।

কুষাণদের ইতিহাস

সাহিত্য সূত্র ও লিপি ছাড়া ভারতে কুষাণ রাজাদের প্রবর্তিত সােনা ও তামার তৈরি অসংখ্য মুদ্রা থেকেও কুষাণ যুগের অর্থনৈতিক সমৃদ্ধি , কুষাণদের ধর্মবিশ্বাস এবং কুষাণ রাজ‍্যের পরিধি সম্পর্কে ধারণা করা যায় ।

শক – ক্ষহরাত ও সাতবাহন রাজাদের সংঘর্ষের তথ্য

কখনাে কখনাে যুদ্ধে এক রাজার জয়লাভ আর অন্যের পরাজয়ের সাক্ষ্য দেয় মুদ্রা । জোগাল থাম্বিতে প্রাপ্ত নহপানের মুদ্রায় তাঁর নাম কেটে ফেলা হয়েছে । এর থেকে অনুমান করা হয় যে , সাতবাহন রাজা গৌতমীপুত্র সাতকর্ণী নহপানকে ১২৪ – ১২৫ খ্রিস্টাব্দে পরাজিত করেন ।

অর্থনৈতিক অবস্থার ইঙ্গিত

মুদ্রায় ব্যবহৃত ধাতু থেকে কোনাে যুগের অর্থনৈতিক অবস্থা , মুদ্রানীতি ইত্যাদি সম্পর্কে ধারণা করা যায় । যেমন — মুদ্রায় খাদের হার বেশি থাকলে বােঝা যায় যে রাজ্যের অর্থনৈতিক অবস্থা সচ্ছল ছিল না ।

গুপ্ত যুগের ইতিহাস

গুপ্ত রাজাদের মুদ্রা থেকে গুপ্ত যুগের রাজনৈতিক , অর্থনৈতিক , ধর্মীয় সাংস্কৃতিক ইতিহাসের উপাদান পাওয়া যায় । যেমন , গুপ্তরাজ দ্বিতীয় চন্দ্রগুপ্তের লক্ষ্মীদেবীর প্রতিকৃতি সংবলিত মুদ্রা থেকে তাঁর ধর্মীয় মনােভাব ও সাম্রাজ্যের আর্থিক সমৃদ্ধির কথা জানা যায় । আবার সমুদ্রগুপ্তের মুদ্রায় তাঁর বীণাবাদনরত মুর্তি বা ঘােড়ার ছবি থেকে অনুমান করা যায় যে , তিনি সংগীত বিদ্যায় পারদর্শী ছিলেন এবং অশ্বমেধ যজ্ঞের আয়ােজন করেছিলেন ।

পরিশেষে বলা যায় , মুদ্রা অনেক ক্ষেত্রে লিপি ও সাহিত্য সূত্র থেকে পাওয়া তথ্যের সত্যতা নির্ধারণে ঐতিহাসিককে সাহায্য করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!