ইতিহাস

প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বিদেশি সাহিত্যের অবদান

প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বিদেশি সাহিত্যের অবদান

renaissance 782263 640 1547494519 47.11.33.70 1
বিদেশি সাহিত্যের অবদান

প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে বিদেশি সাহিত্যের যথেষ্ট গুরুত্ব রয়েছে । প্রাচীন ভারতে আগত বিদেশি রাজদূত , পরিব্রাজক ও লেখকদের বিবরণগুলি , যেমন — গ্রিকদূত মেগাস্থিনিসের ‘ ইন্ডিকা ’ , চিনা পরিব্রাজক ফা হিয়েনের ‘ ফো – কুয়াে – কিং ’, হিউয়েন সাঙ্ – এর ‘ সি – ইউ – কি ’ , জনৈক অজ্ঞাতনামা গ্রিক নাবিকের ‘ পেরিপ্লাস অব্ দ্য ইরিথ্রিয়ান সি ‘ এবং আরব পর্যটক আল – বেরুনির ‘ তহকিক – ই – হিন্দ ’ ইত্যাদি প্রাচীন ভারত – ইতিহাস রচনার অমূল্য উপাদান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!