ইতিহাস

ভারতের ইতিহাসে বিন্ধ্য পর্বতের প্রভাব

Contents

ভারতের ইতিহাসে বিন্ধ্য পর্বতের প্রভাব

ভারত – ইতিহাসে বিশেষ করে দক্ষিণ ভারতের ইতিহাসের গতি প্রকৃতি নির্ধারণে বিন্ধ্য পর্বতের অবদান যথেষ্ট । দাক্ষিণাত্যের ইতিহাসকে বিন্ধ্য পর্বত যেকটি দিক থেকে প্রভাবিত করেছে সেগুলি হল —

670x347px Vindhya Range 3
বিন্ধ্য পর্বতমালা

দাক্ষিণাত্যের সুরক্ষা প্রাচীররূপে অবস্থান

বিন্ধ্য পর্বতকে দাক্ষিণাত্যের সুরক্ষা প্রাচীর বলা যেতে পারে । আর্যাবর্ত বারবার বিদেশি আক্রমণকারীদের কবলে পড়লেও দাক্ষিণাত্য বিদেশি হানাদারদের উন্মুক্ত রণাঙ্গনে পরিণত হয়নি এই সুরক্ষা প্রাচীরের কারণেই ।

দাক্ষিণাত্যের সভ্যতা – সংস্কৃতিকে স্বাতন্ত্র‍্য প্রদান

ভারতের মধ্যভাগে বিন্ধ্য পর্বতের অবস্থানের কারণে উত্তরের আর্য সভ্যতার প্রভাব এড়িয়ে দক্ষিণ ভারতে দ্রাবিড় সভ্যতা স্বতন্ত্র ধারায় বিকশিত হতে পেরেছে ।

দাক্ষিণাত্যের আর্থিক বিকাশে বিন্ধ্যের অবদান

ইতিহাস ঘাঁটলে দেখা যায় বিন্ধ্য পর্বতজাত বনজসম্পদ একদা দাক্ষিণাত্যের অর্থনীতিকে সমৃদ্ধ করেছিল ।

রাজনৈতিক ক্ষেত্রে বিন্ধ্য পর্বতের অবদান

কৌটিল্য নন্দরাজ ধননন্দের কাছে অপমানিত হয়ে বিন্ধ্য পর্বতের গহন অরণ্যে আশ্রয় নেন । সেখানে পার্বত্য উপজাতিদের নিয়ে একটি সৈন্যদল গঠন করেন । কৌটিল্য ভাগ্যান্বেষী চন্দ্রগুপ্ত মৌর্যকে এখানেই সামরিক শিক্ষায় শিক্ষিত করে মগধ থেকে নন্দ বংশকে উচ্ছেদ করেন এবং মগধে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন । এইভাবে ইতিহাসের গতিপথ নির্ণয়েও বিন্ধ্য পর্বত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!