ইতিহাস

ভারতকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বা বিশ্বের সারাংশ বলা হয় কেন

ভারতকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বা বিশ্বের সারাংশ বলা হয় কেন

resize 350x300x1x0image 258065 1576956195 1
India

ভারতকে ‘ পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ ’ বা ‘ বিশ্বের সারাংশ ’ বলার কারণ হল , ভৌগােলিক বিচারে ভারতবর্ষ বৈচিত্র্যের দেশ । এই দেশের অপার্থিব সৌন্দর্য , বিভিন্ন জনগােষ্ঠী , তাদের ভাষা , ধর্ম ও সংস্কৃতির বিভিন্নতা ; আহার , রুচি ও পােশাকের বৈচিত্র্য একে এক মহান ঐতিহ্যশালী দেশে পরিণত করেছে । প্রকৃতিও ভারতবর্ষকে সাজিয়েছে নানা রূপে । ভারতের উত্তর – পশ্চিম , উত্তর ও উত্তর – পূর্ব দিকে গিরিরাজ হিমালয় দণ্ডায়মান , পশ্চিম দিকে রয়েছে রাজপুতানার থর মরুভূমি , দক্ষিণ দিকে রয়েছে বন্ধুর মালভূমি , আর তিন দিক ঘিরে রেখেছে সাগরের নীল জলধি । পার্বত্য অঞ্চলে যে প্রকৃতি নয়নাভিরাম নিসর্গ শােভায় মণ্ডিত , সমভূমিতে নদনদী পরিবৃতা হয়ে সে শস্যশ্যামলা , অপরূপা । কিন্তু দক্ষিণের মালভূমিতে তার প্রকৃতি আবার রুক্ষ । উত্তরে নদনদীগুলি যেখানে শান্ত স্রোতস্বিনী , সেখানে দক্ষিণের নদীগুলি খরস্রোতা । হিমালয়ের শুষ্ক , প্রবল শৈত্য থেকে কোঙ্কন ও করমণ্ডল উপকুলের আর্দ্রতাযুক্ত গ্রীষ্মমণ্ডলীয় উত্তাপ পর্যন্ত আবহাওয়ার নানান রূপ এই ভারতবর্ষে লক্ষ করা যায় । পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিনরাম যেমন ভারতবর্ষে রয়েছে , তেমনি স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল থরও ভারতেই অবস্থান করছে । প্রকৃতিবিজ্ঞানে বর্ণিত উদ্ভিদ ও জীবজন্তুর প্রায় সকল প্রজাতির নমুনাই এই দেশে লক্ষ করা যায় । এই ভূপ্রাকৃতিক বৈচিত্র্যের সঙ্গে বিশাল আয়তন ও জনগােষ্ঠীর বৈচিত্র্য লক্ষ করেই ঐতিহাসিকরা ভারতকে ‘ পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ ’ বা ‘ বিশ্বের সারাংশ ’ ( epitome of the world ) বলে অভিহিত করেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!