ইতিহাস

ভারতের ইতিহাসে নদনদীর প্রভাব

Contents

ভারতের ইতিহাসে নদনদীর প্রভাব

নদীমাতৃক দেশ ভারতবর্ষ । এদেশের ইতিহাসের গতিধারায় ভারতের বুক চিরে প্রবাহিত সিন্ধু , গঙ্গা , যমুনা , ব্রহ্মপুত্র , গােদাবরী , নর্মদা প্রভৃতি নদনদী নানাদিক থেকে তাদের অবদান রেখেছে ।

আশুলিয়া বাজারের কাছে তুরাগ নদী
নদনদীর প্রভাব


সভ্যতার পত্তন ও বিকাশে নদনদীর অবদান

প্রাচীনকালে সব সভ্যতাই গড়ে উঠত নদী উপত্যকাকে কেন্দ্র করে । যেমন গড়ে উঠেছিল বেলুচিস্তানের বােলান নদীর তীরে মেহেরগড় সভ্যতা , সিন্ধু ও তার পাঁচ শাখানদীকে ঘিরে সিন্ধু সভ্যতা , সপ্তসিন্ধু অঞ্চলে আর্য সভ্যতা

নগর ও জনপদের উদ্ভবে নদনদীর ভূমিকা

হরিদ্বার , কাশী , মথুরা , প্রয়াগ , দিল্লি , আগ্রা , এলাহাবাদ , পাটলিপুত্র ইত্যাদি প্রাচীন ও মধ্যযুগের বহু ইতিহাসপ্রসিদ্ধ ভারতীয় নগর ও জনপদ গড়ে উঠেছিল নদী উপকূলে ।

রাজশক্তির উদ্ভব ও বিকাশে নদী অঞ্চলের ভূমিকা

ভারতের প্রথম রাজশক্তির উত্থান হয়েছিল গাঙ্গেয় উপত্যকায় ; দক্ষিণ ভারতে চোল , চালুক্য , পল্লব ও রাষ্ট্রকূট শক্তিগুলিরও উত্থান ঘটেছিল গােদাবরী , কৃষ্ণা , তুঙ্গভদ্রা ও কাবেরী নদীর উর্বর উপত্যকায় প্রাধান্য বিস্তারকে কেন্দ্র করে ।

কৃষি – অর্থনীতি ও বাণিজ্যের বিকাশে নদনদীর অবদান

ভারতের প্রথম কৃষি – অর্থনীতির সূচনা হয়েছিল গাঙ্গেয় উপত্যকায় ; এ অঞ্চলে বাণিজ্যের বিকাশেও নদনদীগুলির উল্লেখযােগ্য অবদান ছিল ।

সংস্কৃতির বিকাশে নদনদীর অবদান 

ভারতবর্ষের সাংস্কৃতিক বিকাশে নদনদীর অবদান বিশেষ গুরুত্বপূর্ণ । নদনদীর তীরেই ভারতের প্রাচীন সভ্যতাগুলি জন্মলাভ করেছে । যেমন , সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা , সিন্ধু ও গঙ্গার তীরে বিকাশ লাভ করেছিল আর্য সভ্যতা , আবার নর্মদা , কৃষ্ণা , কাবেরী নদীর তীরে দ্রাবিড় সভ্যতার অভ্যুদয় ঘটেছিল । নদীর তীরবর্তী উর্বর উপত্যকায় মানুষ সহজেই খাদ্যশস্য উৎপাদন করতে সক্ষম হওয়ায় অবসর সময়ে সৃজনশীল কাজে আত্মনিয়ােগ করতে পারে । ফলে সভ্যতা – সংস্কৃতি বিকাশ লাভ করে , জন্ম নেয় এক নতুন ভারত – দর্শন । নদী তীরবর্তী পর্যটনকেন্দ্র ও তীর্থস্থানগুলিও ভারতের সাংস্কৃতিক বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে ।

সবশেষে বলা যায় যে , ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিতে নদীকে শুধুই নদী হিসেবে দেখা হয়নি , যুগ যুগ ধরে ভারতীয় মানসে এদেশের বহু নদনদী দেবতার আসনে অধিষ্ঠিত রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!