ভারতের ইতিহাসে সমুদ্রের প্রভাব
Contents
ভারতের ইতিহাসে সমুদ্রের প্রভাব
ভারতবর্ষ দক্ষিণে ভারত মহাসাগর , দক্ষিণ – পূর্বে বঙ্গোপসাগর এবং দক্ষিণ – পশ্চিমে আরব সাগর দ্বারা বেষ্টিত । ভারত – ইতিহাসে সমুদ্রের প্রভাব যথেষ্ট ।

প্রাকৃতিক সুরক্ষা প্রদান
ভারতের দক্ষিণাংশ সমুদ্রবেষ্টিত হওয়ায় খ্রিস্টীয় পনেরাে শতক পর্যন্ত সমুদ্রপথ দিয়ে ভারতে কোনাে বিদেশি আক্রমণ হয়নি ।
বাণিজ্যিক ও সাংস্কৃতিক সংযােগসাধনে সহায়তা
প্রাচীনকালে সমুদ্রপথে সিংহল , রােম ও দক্ষিণ – পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সংযােগ গড়ে উঠেছিল । বিদেশের সঙ্গে বাণিজ্যিক লেনদেনে ভারতের সমুদ্র বন্দরগুলি উল্লেখযােগ্য ভূমিকা গ্রহণ করেছে । সমুদ্রতীরবর্তী পর্যটন কেন্দ্রগুলি , তীর্থক্ষেত্রগুলি সাংস্কৃতিক সংযােগসাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ।
উপনিবেশ স্থাপনে সহায়তা
পূর্বভারতীয় দ্বীপপুঞ্জে একদা ভারতীয় উপনিবেশ গড়ে উঠেছিল সমুদ্রপথের অভিযানেই । চোল যুগে বঙ্গোপসাগর ‘ চোল হ্রদে ’ পরিণত হয়েছিল ।
ভারতে ইউরােপীয় কোম্পানিগুলির ক্রিয়াকলাপে সাগরের ভূমিকা
খ্রিস্টীয় পনেরাে – ষােলাে শতক থেকে ভারতে পাের্তুগিজ , স্পেনীয় , দিনেমার , ওলন্দাজ , ফরাসি ও ইংরেজ কোম্পানিগুলাের আগমন , কুঠি প্রতিষ্ঠা , ভারতীয় বাণিজ্যে অংশগ্রহণ এবং ভারতে ইউরােপীয় উপনিবেশ গড়ে তােলার মাধ্যম ছিল সমুদ্র ।
কৃষি ও কৃষি – সভ্যতার বিকাশে সহায়তা
সুদীর্ঘকাল ধরে এক কৃষিনির্ভর সভ্যতার অধিকারী আমাদের দেশ ভারতবর্ষ । যুগ যুগ ধরে এদেশের কৃষিব্যবস্থা ভারত মহাসাগর থেকে আসা দক্ষিণ – পশ্চিম মৌসুমি বায়ুর বৃষ্টিপাতের ওপর নির্ভর করে গড়ে উঠেছে ।