ভারতবর্ষ নামকরণের ঐতিহাসিক ব্যাখ্যা
ভারতবর্ষ নামকরণের ঐতিহাসিক ব্যাখ্যা
আমাদের দেশের নাম ভারতবর্ষ । কীভাবে এদেশের নাম ভারতবর্ষ হল সে সম্পর্কে দুটি ব্যাখ্যা রয়েছে ।

ভরত রাজার নাম থেকে ভারতবর্ষ
প্রাচীনকালে এদেশে ভরত নামে এক রাজা রাজত্ব করতেন । তাঁর নাম অনুসারে এদেশের নাম ভারতবর্ষ হয়েছে বলে অনেক ঐতিহাসিকের ধারণা । কারণ বিষ্ণুপুরাণে উল্লেখ আছে —
“ উত্তরম্ যৎ সমুদ্রস্য হিমাদ্রেশ্চৈব দক্ষিণম্
বর্ষম তদ্ ভারতম্ নাম ভারতী যত্র সন্ততি । ”
অর্থাৎ সমুদ্রের উত্তরে এবং হিমালয়ের দক্ষিণে অবস্থিত ভূখণ্ডের নাম ভারতবর্ষ । এখানে ভরত রাজার সন্তানরা ( ভারতী ) বসবাস করে ।
ভরত উপজাতির নাম থেকে ভারতবর্ষ
ঋকবৈদিক যুগে আর্যরা বহু উপজাতি গােষ্ঠীতে বিভক্ত ছিল । এদের মধ্যে প্রধান কয়েকটি উপজাতি গােষ্ঠী হল — ভরত , সৃঞ্জয় , যদু , পুরু , তুর্স ও অণু । ভরত উপজাতির রাজা ছিলেন সুদাস । তিনি দশটি উপজাতির জোটশক্তিকে পরাজিত করে ভরত উপজাতির গৌরব প্রতিষ্ঠা করেছিলেন । এই ভরত উপজাতির নাম থেকেই ভারতবর্ষ নামকরণ হয়েছে বলে অনেক ঐতিহাসিক মনে করেন । ঐতিহাসিক ড. রামশরণ শর্মা ও বলেছেন যে , ভরত উপজাতির নাম অনুসারে এদেশের নাম ভারতবর্ষ হয়েছে ।