ভৌত বিজ্ঞান

গলনাঙ্কের উপর চাপের প্রভাব ব্যাখ্যা কর

গলনাঙ্কের উপর চাপের প্রভাব ব্যাখ্যা কর

প্রমাণ চাপে কোনাে কঠিন পদার্থের গলনাঙ্ককে স্বাভাবিক গলনাঙ্ক বলা হয় । চাপের পরিবর্তন হলে গলনাঙ্কও পরিবর্তিত হয় । গলনের ফলে যে সব পদার্থের আয়তন বাড়ে সেই সব কঠিন পদার্থের উপর চাপ বাড়ালে গলনাঙ্ক বেড়ে যায় । কারণ এক্ষেত্রে অতিরিক্ত চাপ আয়তন বৃদ্ধিতে বাধা দেয় । মােম , সােনা , রুপা ইত্যাদি এই জাতীয় পদার্থ । অপরপক্ষে , গলনের ফলে যে সব পদার্থের আয়তন কমে সেই সব কঠিন পদার্থের উপর চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যায় । কারণ এক্ষেত্রে অতিরিক্ত চাপ আয়তন কমতে সাহায্য করে । বরফ , ঢালাই লােহা , পিতল ইত্যাদি এই জাতীয় পদার্থ ।

IMG ২০২০০৩১৯ ১৭৩১৪২
বটমলির পরীক্ষা

পুনঃশিলীভবন কাকে বলে

প্রথমে চাপ প্রয়ােগ করে বরফ গলানাে এবং পরে চাপ ছেড়ে দিয়ে তাকে আবার জমাট বাঁধানাের প্রক্রিয়াকে পুনঃশিলীভবন বলে । দু ‘টুকরাে বরফ একসঙ্গে নিয়ে জোরে চাপ দিলে সংযােগস্থলের বরফের গলনাঙ্ক 0°C অপেক্ষা কমে যায় । কিন্তু পারিপার্শ্বিক বরফের উষ্ণতা 0°C অর্থাৎ গলনাঙ্কের চেয়ে বেশি হওয়ায় বরফ গলে যায় । চাপ সরিয়ে নিলে গলনাঙ্ক আবার বেড়ে 0°C হয় । ফলে বরফগলা জল আবার জমে বরফ হয়ে যায় এবং টুকরাে দুটি একসাথে জুড়ে যায় ।

বটমলী পরীক্ষা

এই পরীক্ষার সাহায্যে পুনঃশিলীভবন প্রক্রিয়াটি সহজেই দেখানাে যায় । বরফের একটি বড়াে টুকরাে দুটি অবলম্বনের মধ্যে আটকে তার উপর দিয়ে একটি সরু তামার তারের সাহায্যে একটি ভারী বাটখারা W ঝুলিয়ে দেওয়া হল । দেখা যাবে তারটি ধীরে ধীরে বরফ কেটে বেরিয়ে এল কিন্তু বরফ দু ‘ টুকরাে হল না । তারটির নীচে বরফের উপর বেশ চাপ পড়ে । ফলে ওই স্থানে বরফের গলনাঙ্ক 0°C – এর নীচে নেমে যায় এবং বরফ গলে জলে পরিণত হয় । এরজন্য প্রয়ােজনীয় লীনতাপ তারের মাধ্যমে পারিপার্শ্বিক বায়ুমণ্ডল থেকে সংগৃহীত হয় । তার জল ভেদ করে একটু নীচে নামলে বরফগলা জলের উপর চাপ কমে যায় । ফলে বরফের গলনাঙ্ক আবার 0°C হয় এবং বরফগলা জল জমে বরফ হয়ে যায় । এর ফলে জল যে লীনতাপ বর্জন করে তা তারের মধ্য দিয়ে পরিবাহিত হয়ে নীচের বরফকে গলাতে সাহায্য করে । এইভাবে তার ধীরে ধীরে নীচে নেমে আসে এবং সাথে সাথে উপরের জল জমে আবার বরফ হয়ে যায় ।

পরীক্ষাটি সফল হওয়ার জন্য তারটি সরু ও সুপরিবাহী হওয়া প্রয়ােজন এবং পারিপার্শ্বিকের উষ্ণতা 0°C অপেক্ষা বেশি হওয়া দরকার । তামার তারের বদলে সুতাে ব্যবহার করলে পরীক্ষাটি আদৌ হবে না । কারণ সুতাে তাপের কুপরিবাহী , এটি বরফ গলনের প্রয়ােজনীয় লীনতাপ যােগান দিতে পারে না । পারিপার্শ্বিকের উষ্ণতা 0°C – এর কম হলে বরফ গলনের প্রয়ােজনীয় লীনতাপ পাওয়া যায় না । তার সরু হলে বরফের উপর চাপ বেশি পড়ে , গলনাঙ্কের হ্রাস বেশি হয় , সেক্ষেত্রে পরীক্ষাটি দ্রুত শেষ করা যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!