ভৌত বিজ্ঞান

বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্য

বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্য

evapo1
বাষ্পায়ন ও স্ফুটনের পার্থক্য

বাষ্পায়ন

  1. বাষ্পায়ন যে কোনাে উষ্ণতায় হয় ।
  2. বাষ্পায়ন একটি ধীর প্রক্রিয়া ।
  3. বাষ্পায়ন শুধু তরলের উপরতল থেকে হয় ।
  4. বাষ্পায়নের ফলে তরলের উষ্ণতা কমে কারণ প্রয়ােজনীয় লীনতাপ তরল থেকে সংগৃহীত হয় ।
  5. বাষ্পায়ন নিঃশব্দে হয় ।
  6. বাষ্পায়নে বাষ্পচাপ বায়ুমণ্ডলীয় চাপ অপেক্ষা কম হয় । 
  7. বাষ্পায়নে প্রয়ােজনীয় লীনতাপের মান তরলের উষ্ণতার উপর নির্ভর করে ।
  8. উষ্ণতা বাড়ালে বাষ্পায়নের হার বাড়ে ।

স্ফুটন

  1. স্ফুটন নির্দিষ্ট চাপে নির্দিষ্ট উষ্ণতায় হয় ।
  2. স্ফুটন খুব দ্রুত প্রক্রিয়া ।
  3. স্ফুটন তরলের সমস্ত অংশ থেকে হয় ।
  4. স্ফুটনের সময় উষ্ণতা স্থির থাকে কারণ প্রয়ােজনীয় লীনতাপ বাইরে থেকে সরবরাহ করতে হয় ।
  5. স্ফুটন সশব্দে হয় ।
  6. স্ফুটনে বাষ্পচাপ বায়ুমণ্ডলীয় চাপের সমান হয় ।
  7. নির্দিষ্ট তরলের স্ফুটনের ক্ষেত্রে প্রয়ােজনীয় লীনতাপের মান নির্দিষ্ট ।
  8. তাপ সরবরাহের হার বাড়লে স্ফুটনের হার বাড়ে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!