ভৌত বিজ্ঞান

লীন তাপ কাকে বলে

Contents

লীন তাপ কাকে বলে

সাধারণত তাপ গ্রহণ করলে বস্তুর উষ্ণতা বাড়ে এবং তাপ বর্জন করলে উষ্ণতা কমে । কিন্তু পদার্থের অবস্থা পরিবর্তনের সময় তাপ গ্রহণ বা বর্জন করা সত্ত্বেও বস্তুর উষ্ণতার পরিবর্তন ঘটে না । যেহেতু এই তাপের কোনাে বাহ্যিক প্রকাশ নেই তাই একে লীনতাপ বলে ।

যেমন — 0°C উষ্ণতার বরফে তাপ প্রয়ােগ করলে বরফ গলতে শুরু করে । কিন্তু যতক্ষণ পর্যন্ত না সমস্ত বরফ গলে যায় ততক্ষণ পর্যন্ত বরফের উষ্ণতা 0°C থেকে যায় । আসলে কঠিন বরফের মধ্যে অণুগুলি ঘেঁষাঘেঁষি করে প্রায় স্থির অবস্থায় থাকে কিন্তু জলের মধ্যে অণুগুলির আন্তরাণবিক দূরত্ব অপেক্ষাকৃত বেশি হয় । সুতরাং কঠিন থেকে তরল হলে আন্তরাণবিক দূরত্ব বাড়াতে আন্তরাণবিক বলের বিরুদ্ধে কাজ করতে হয় । প্রদত্ত তাপশক্তি এই কাজ করতে ব্যয়িত হয় এবং উষ্ণতা বৃদ্ধি পায় না ।

images 4 2
Latent heat)

উষ্ণতা স্থির রেখে প্রমাণ চাপে একক ভরের কোনাে পদার্থের শুধুমাত্র অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় তাকে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লীনতাপ বলে

1. CGS পদ্ধতিতে বরফ গলনের লীনতাপ 80 ক্যালরি / গ্রাম । এর অর্থ এই যে প্রমাণ চাপে 0°C উষ্ণতার 1 গ্ৰাম বিশুদ্ধ বরফকে 0°C উষ্ণতার 1 গ্ৰাম জলে পরিণত করতে  80 ক্যালরি তাপ প্রয়োগ করতে হয় । SI পদ্ধতিতে বরফ গলনের লীনতাপ 336 কিলােজুল / কেজি অর্থাৎ প্রমাণ চাপে 0°C বা 273 K উষ্ণতায় 1 কেজি বরফকে ওই উষ্ণতায় 1 কেজি জলে পরিণত করতে 336 কিলােজুল তাপ প্রয়ােগ করতে হয় ।


2. CGS পদ্ধতিতে জলের কঠিনীভবনের লীনতাপ 80 ক্যালরি / গ্রাম । এর অর্থ এই যে প্রমাণ চাপে 0°C উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জলকে 0°C উষ্ণতার 1 গ্রাম বরফে পরিণত করতে 80 ক্যালরি তাপ নিষ্কাশন করতে হয় । SI পদ্ধতিতে জলের কঠিনীভবনের লীনতাপ 336 কিলোজুল / কেজি অর্থাৎ প্রমাণ চাপে 0°C উষ্ণতায় 1 কেজি জলকে ওই উষ্ণতায় 1 কেজি বরফে পরিণত করতে 336 কিলােজুল তাপ নিষ্কাশন করতে হয় ।


3. CGS পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লীনতাপ 537 ক্যালরি / গ্ৰাম । এর অর্থ এই যে প্রমাণ চাপে 100°C উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জলকে 100°C উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত করতে 537 ক্যালরি তাপ প্রয়ােজন হয় । SI পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লীনতাপ 2260 কিলোজুল / কেজি অর্থাৎ প্রমাণ চাপে 100°C উষ্ণতায় 1 কেজি জলকে 100°C উষ্ণতায় 1 কেজি বাষ্পে পরিণত করতে 2260 কিলােজুল তাপের প্রয়ােজন হয় ।


4. CGS পদ্ধতিতে জলীয় বাষ্পের ঘনীভবনের লীনতাপ 537 ক্যালরি / গ্ৰাম । এর অর্থ এই যে প্রমাণ চাপে 100°C উষ্ণতার 1 গ্রাম জলীয় বাষ্পকে 100°C উষ্ণতার 1 গ্ৰাম জলে পরিণত করতে 537 ক্যালরি তাপ নিষ্কাশন করতে হয় । SI পদ্ধতিতে এর মান 2260 কিলােজুল / কেজি অর্থাৎ প্রমাণ চাপে 100°C উষ্ণতার 1 কেজি জলীয় বাষ্পকে 100°C উষ্ণতার 1কেজি জলে পরিণত করতে 2260 কিলোজুল পরিমাণ তাপ নিষ্কাশন করা প্রয়োজন ।

বাষ্পায়নে শৈত্যের সৃষ্টি

কোনো তরলের বাষ্পায়নের জন্য লীনতাপ প্রয়োজন হয়। বাইরে থেকে সরবরাহ না করলে তরল নিজের দেহ থেকে বা তরলের পারিপার্শ্বিক বস্তু থেকে এই তাপ সংগ্রহ করে বাষ্পে পরিণত হয় । এর ফলে তরল ও আশপাশের বস্তুর উষ্ণতা কমে যায় । তাই বাষ্পায়নে শৈত্যের সৃষ্টি হয় । যেমন —

হাতে কয়েক ফোঁটা স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা বোধ হয় :

হাতে কয়েক ফোঁটা স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা বােধ হয়। কারণ , স্পিরিট ব ইথার খুব উদ্বায়ী তরল , হাতে ঢালার সাথে সাথে তা বাষ্পে পরিণত হয় । এই বাষ্পীভবনের জন্য প্রয়ােজনীয় লীনতাপ হাত থেকে সংগৃহীত হয় । ফলে যেখানে স্পিরিট বা ইথার ঢালা হয় সেখানটা ঠান্ডা হয়ে যায় ।

মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন :

গ্রীষ্মকালে ধাতব কলসি অপেক্ষা মাটির কলসিতে জল রাখলে জল বেশি ঠান্ডা থাকে । কারণ , মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে । কলসির জল ওই ছিদ্র দিয়ে বাইরে এসে বাষ্পীভূত হয় । এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লীনতাপ কলসি থেকে সংগৃহীত হয় । ফলে কলসির জল ঠান্ডা থাকে । ধাতব কলসিতে এইরকম কোনাে ছিদ্র থাকে না । তাই বাষ্পায়নের তেমন কোনাে সুযােগ নেই । ফলে ধাতব কলসির জল তেমন ঠান্ডা থাকে না ।

জ্বর হলে কপালে ভিজে ন্যাকড়ার পটি দেওয়া হয় :

জ্বর হলে কপালে ভিজে ন্যাকড়ার পটি দেওয়া হয় । কারণ , ভিজে ন্যাকড়া থেকে জল বাষ্পীভূত হওয়ার সময় কপাল থেকে প্রয়ােজনীয় লীনতাপ সংগ্রহ করে । ফলে জ্বর কমে যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!