স্থিতি ও গতি কাকে বলে
স্থিতি ও গতি কাকে বলে
আমাদের চারপাশে আমরা যে সকল বস্তু দেখি তার মধ্যে কিছু অচল বা স্থির এবং কিছু সচল বা গতিশীল । পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে যে বস্তুর অবস্থানের কোনাে পরিবর্তন হয় না তাকে অচল বা স্থির বস্তু বলা হয় এবং তার অবস্থাকে স্থিতি বলে । যেমন — বাড়ি , ঘর , পাহাড় , পর্বত প্রভৃতি স্থির বস্তু । অপরপক্ষে , পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে যে বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাকে সচল বা গতিশীল বস্তু বলা হয় এবং তার অবস্থাকে গতি বলে । যেমন — চলন্ত বাস , ছুটন্ত ঘােড়া প্রভৃতি গতিশীল বস্তু ।

আপেক্ষিক স্থিতি এবং গতি ( Rest and motion are relative )
একটু লক্ষ করলে দেখা যাবে যে বস্তুর স্থিতি বা গতি একটি আপেক্ষিক বিষয় । যেমন — একটি বাড়ি , গাছপালা ইত্যাদি পৃথিবী সাপেক্ষে স্থির । আমরা জানি যে পৃথিবী সূর্যের চারদিকে প্রচণ্ড বেগে ঘুরছে । সুতরাং সূর্য থেকে দেখলে দেখা যাবে যে বাড়ি , গাছপালা এইসব বস্তু প্রচণ্ড বেগে পৃথিবীর সাথে ঘুরছে । সুতরাং কোনাে বস্তু পৃথিবী সাপেক্ষে স্থির হলেও সূর্য সাপেক্ষে গতিশীল । অর্থাৎ কোনাে বস্তু স্থির বা গতিশীল তা নির্ভর করছে তাকে কোথা থেকে দেখা হচ্ছে তার উপর । কাজেই বস্তুর স্থিতি একটি আপেক্ষিক বিষয় , যা পর্যবেক্ষকের অবস্থার উপর নির্ভর করে । গতি সম্পর্কেও একই কথা প্রযােজ্য । যেমন — চলন্ত ট্রেনের মধ্যে একজন যাত্রী অপর যাত্রীকে স্থির দেখেন কিন্তু মাটিতে দাঁড়িয়ে থাকা দর্শকের কাছে ওই যাত্রী গতিশীল অবস্থায় থাকে । কাজেই বস্তুর গতিও একটি আপেক্ষিক বিষয় , যা পর্যবেক্ষকের অবস্থার উপর নির্ভর করে ।
পরম স্থিতি ও পরম গতি ( Absolute motion and absolute rest )
কোনাে বস্তুর স্থিতি বা গতি বর্ণনা করতে হলে কারাে সাপেক্ষে এই স্থিতি বা গতি বর্ণনা করতে হয় । যার সাপেক্ষে এই স্থিতি বা গতি বর্ণনা করা হয় তাকে নির্দেশতন্ত্র ( reference frame ) বলে । যে নির্দেশতন্ত্র থেকে পর্যবেক্ষণ করা হয় তা যদি সত্য সত্যই স্থির থাকে তাহলে কোনাে বস্তুর পরম স্থিতি ( absolute rest ) বা পরম গতি ( absolute motion ) নির্ণয় করা যায় । সাধারণত আমরা পৃথিবী সাপেক্ষে কোনাে বস্তুর গতি আলােচনা করি । কিন্তু পৃথিবী নিজে স্থির নয় , সূর্যের চারদিকে ঘুরে চলেছে । আবার সূর্য , অন্যান্য নক্ষত্র বা নক্ষত্রপুঞ্জ কোনাে কিছুই চরম স্থির অবস্থায় নেই । চরম স্থির নির্দেশতন্ত্র খুঁজে পাওয়ার সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়েছে । তাই বলা হয় যে এই মহাবিশ্বে পরম স্থিতি বা পরম গতি বলে কিছু নেই । আমরা শুধু কোনাে নির্দেশতন্ত্রের সাপেক্ষে আপেক্ষিক গতিই নির্ণয় করতে পারি ।
it is very helpfull
ধন্যবাদ।😘
ধন্যবাদ
What is motion
What is physics
What is velocity
What is displacement
What is retardation
Thanks sir
Thanks sir
thank you so much sir🖤✌
ধন্যবাদ🙏🥰🤍