সরণ কাকে বলে

সরণ কাকে বলে

Distance And Displacement 1 2
Displacement

নির্দিষ্ট সময়ে কোনাে নির্দিষ্ট দিকে কোনাে সচল বস্তুকণার অবস্থানের পরিবর্তনকে ওই বস্তুকণার  সরণ বলে । বস্তুকণার প্রথম ও শেষ অবস্থানের মধ্যে যে সর্বনিম্ন রৈখিক দূরত্ব তা হল সরণের মান এবং প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে হল সরণের অভিমুখ। সরণের মান ও অভিমুখ দুইই আছেসুতরাং সরণ একটি ভেক্টর রাশি । এর একক হল দৈর্ঘ্যের একক । সুতরাং SI পদ্ধতিতে এর একক হল মিটার

উদাহরণ :

IMG ২০২০০৪২১ ১৯৪৫০৮1 3
Displacement

ধরা যাক , একটি বস্তুকণা প্রথমে A অবস্থান থেকে শুরু করে উত্তর দিকে AB = 4 মি গেল । তারপর পূর্বদিকে BC = 3 মি গেল । এখানে অতিক্রান্ত দূরত্ব 4 মি + 3 মি = 7 মি । কিন্তু সংজ্ঞানুযায়ী বস্তুকণার সরণ হল AC অভিমুখে এবং এর মান হল AC = √AB2 + BC2 = √42+ 32 মি = 5 মি ।

IMG ২০২০০৪২১ ১৯৪৫২৬ 2
Displacement

কোনাে বস্তুকণার প্রাথমিক ও শেষ অবস্থান একই হলে সরণ শূন্য হয় । যেমন কোনাে বস্তুকণা A থেকে যাত্রা শুরু করে B ও C বিন্দু হয়ে আবার যদি A বিন্দুতে ফিরে আসে তাহলে তার মােট সরণ শূন্য হয় । একইভাবে একটি পাথরখণ্ডকে উপরে ছুঁড়ে দেওয়া হল এবং কিছুক্ষণ পর সেটি আবার মাটিতে ফিরে এল । এক্ষেত্রেও সরণ শূন্য হল ।

আলােচনা 

সরণের মান কেবলমাত্র প্রথম ও শেষ অবস্থানের উপর নির্ভর করে , বস্তুকণা কোন পথে গেল তার উপর নির্ভর করে না । অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বা পথ আলাদা হলেও সরণ একই হতে পারে ।

4 thoughts on “সরণ কাকে বলে

  • September 2, 2022 at 2:06 am
    Permalink

    ধন্যবাদ,,বোঝতে পারলাম♦

    Reply
  • February 26, 2023 at 3:54 pm
    Permalink

    দ্রুতি কাকে বলে ?

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!