SI ও cgs পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলার কারণ
SI ও cgs পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলার কারণ

SI বা cgs পদ্ধতিতে কোনাে রাশির এক একক থেকে অন্য বড়াে বা ছােটো এককে যেতে হলে শুধুমাত্র দশমিক বিন্দু সরালেই চলে , গুণ বা ভাগের দরকার হয় না ।
যেমন — 5.678 মিটার = 56.78 ডেসিমিটার = 0.5678 ডেকামিটার
এজন্য , SI এবং cgs পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলে ।