ভৌত বিজ্ঞান

SI ও cgs পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলার কারণ

SI ও cgs পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলার কারণ

xdecimalpoint.png.pagespeed.ic .IvLmye8XtY 1
দশমিক পদ্ধতি

SI বা cgs পদ্ধতিতে কোনাে রাশির এক একক থেকে অন্য বড়াে বা ছােটো এককে যেতে হলে শুধুমাত্র দশমিক বিন্দু সরালেই চলে , গুণ বা ভাগের দরকার হয় না ।

যেমন — 5.678 মিটার = 56.78 ডেসিমিটার = 0.5678 ডেকামিটার

এজন্য , SI এবং cgs পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!