ভৌত বিজ্ঞান

SI পদ্ধতির/cgs পদ্ধতির/মেট্রিক পদ্ধতির সুবিধা

SI পদ্ধতির/cgs পদ্ধতির/মেট্রিক পদ্ধতির সুবিধা

200px FourMetricInstruments 1
মেট্রিক পদ্ধতি

◼️ কোনাে রাশির এক একক থেকে অন্য বড়াে বা ছােটো এককে যেতে হলে শুধুমাত্র দশমিক বিন্দু সরালেই চলে , গুণ বা ভাগের প্রয়ােজন হয় না । যেমন — * 5.678 মিটার = 56.78 ডেসিমিটার = 567.8 সেন্টিমিটার = 5678 মিলিমিটার ।
** 5678 মিটার = 567.8 ডেকামিটার = 56.78 হেক্টোমিটার = 5. 678 কিলােমিটার ।

◼️ কোনাে রাশির এককের সঙ্গে কিলাে , হেক্টো , ডেকা , সেন্টি , ডেসি , মিলি প্রভৃতি উপসর্গ যােগ করলে বড়াে বা ছােটো এককগুলি লেখা যায় । উপসর্গগুলির সঙ্গে গ্রাম যােগ করলে ভরের একক প্রকাশ পায় এবং মিটার যােগ করলে দৈর্ঘ্যের একক প্রকাশ পায় ।

◼️ আয়তন ও ভরের এককের মধ্যে একটি সহজ সম্পর্ক বর্তমান । যেমন —1 ঘনসেমি জলের ভর 1 গ্রাম ।
1 লিটার জলের ভর 1 কিলােগ্রাম ।

One thought on “SI পদ্ধতির/cgs পদ্ধতির/মেট্রিক পদ্ধতির সুবিধা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!