ভৌত বিজ্ঞান

সরণ ও দূরত্বের মধ্যে পার্থক্য

সরণ ও দূরত্বের মধ্যে পার্থক্য

distance vs displacement1
difference between displacement and distance

1. সচল বস্তুকণার প্রাথমিক ও শেষ অবস্থানের মধ্যে যে রৈখিক দূরত্ব তাই হল সরণের মান । কিন্তু দূরত্ব হল বস্তুকণা যে পথে যায় সেই পথের দৈর্ঘ্য ।
2. সরণ একটি ভেক্টর রাশি , কিন্তু দূরত্ব একটি স্কেলার রাশি ।
3. সরণ বস্তুকণার কেবলমাত্র প্রাথমিক ও অন্তিম অবস্থানের উপর নির্ভর করে , পথের উপর নির্ভর করে না । কিন্তু দুরত্ব পথের উপর নির্ভর করে ।
4. সরণ শূন্য হলে অতিক্রান্ত দূরত্ব শূন্য নাও হতে পারে । কিন্তু অতিক্রান্ত দূরত্ব শূন্য হলে সরণ সর্বদা শূন্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!