দ্রুতি কাকে বলে আলোচনা করো

দ্রুতি কাকে বলে আলোচনা করো

একক সময়ে কোনাে বস্তুকণা যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুকণার দ্রুতি বলে । দ্রুতি একটি স্কেলার রাশি। এর নির্দিষ্ট মান আছে কিন্তু অভিমুখ নেই । দ্রুতি = দূরত্ব ÷ সময় , তাই SI পদ্ধতিতে দ্রুতির একক মিটার/সেকেন্ড , CGS পদ্ধতিতে সেমি /সেকেন্ড । এছাড়া কিমি / ঘন্টা এককও ব্যবহার করা হয় ।

speed
দ্রুতি

সমদ্রুতি , অসম দ্রুতি ও গড় দ্রুতি

যদি কোনাে বস্তুকণার দ্রুতি সময়ের সাথে পরিবর্তিত না হয় তখন তার দ্রুতিকে সমদ্রুতি বলা হয় । আর যদি দ্রুতি সময়ের সাথে পরিবর্তিত হয় তখন একে অসম দ্রুতি বলা হয়। অসম দ্রুতির ক্ষেত্রে গড় দ্রুতির ধারণা প্রয়ােজন হয় । ধরা যাক , কোনাে বস্তুকণা t₁ সময়ে S₁ দূরত্ব , পরবর্তী t₂ সময়ে S₂ , দূরত্ব এবং তার পরবর্তী t₃ সময়ে S₃ দূরত্ব ইত্যাদি অতিক্রম করল । তাহলে ,

গড় দ্রুতি = মােট অতিক্রান্ত দূরত্ব ➗ মোট সময় = S₁ + S₂ + S₃ + … ➗ t₁ + t₂ + t₃ …

কোনাে বস্তুকণা যদি v সমদ্রুতি নিয়ে চলে তাহলে t সময়ে অতিক্রান্ত দূরত্ব হয় , 

S = vt  বা অতিক্রান্ত দূরত্ব = দ্রুতি X সময়

Leave a Reply

Your email address will not be published.

x
error: Content is protected !!