পশ্চিমবঙ্গের পার্বত্য ও মালভূমি অঞ্চলের ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য
পশ্চিমবঙ্গের পার্বত্য ও মালভূমি অঞ্চলের ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য
পশ্চিমবঙ্গ সমভূমি-প্রধান হলেও এই রাজ্যের কিছু অংশ পার্বত্যভূমির এবং কিছু অংশ মালভূমির অন্তর্গত এবং উভয় প্রকার ভূমিরূপই যথেষ্ট বৈশিষ্ট্যপূর্ণ । যেমন —

পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য
1. পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তে শিলিগুড়ি মহকুমা বাদে সমগ্র দার্জিলিং জেলা এবং জলপাইগুড়ি জেলার উত্তরাংশ নিয়ে পার্বত্যভূমি গঠিত ।
2. এখানকার পবর্তসমূহ হিমালয় পর্বতশ্রেণির অন্তর্গত এবং এর নাম দার্জিলিং হিমালয় অঞ্চল ।
3. এখানকার পর্বতশ্রেণিসমূহ সবই নবীন ভঙ্গিল পর্বত ।
4. উঁচু উঁচু পর্বতশৃঙ্গ , গভীর গিরিখাত , খাড়া ঢাল প্রভৃতি এখানকার ভূমিরূপের বৈশিষ্ট্য ।
5. এখানে যেসব পর্বতশ্রেণি আছে সেগুলির মধ্যে সিঙ্গালিলা ও দার্জিলিং পর্বতশ্রেণি সর্বাপেক্ষা উল্লেখযােগ্য ।সান্দাকফু ( ৩ , ৬৩০ মি ) , ফালুট ( ৩ , ৫৯৬ মি ) , সবরগ্রাম ( ৩ , ৫৪৩ মি ) প্রভৃতি এই অঞ্চলের উল্লেখযােগ্য শৃঙ্গ । এদের মধ্যে সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ ।
6. সমগ্র অঞ্চলটি উত্তর থেকে দক্ষিণে ঢালু ।
7. এই পার্বত্যভুমি দক্ষিণদিকে হঠাৎ ঢালু হয়ে সমতলে মিশেছে ।
8. তিস্তা , তাের্সা , জলঢাকা প্রভৃতি নদী এই অঞ্চলের এ ওপর দিয়ে গভীর খাত সৃষ্টি করে প্রবাহিত হয়েছে ।
পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য
1. পশ্চিমবঙ্গের পশ্চিমভাগে সমগ্র পুরুলিয়া জেলা এবং পশ্চিম মেদিনীপুর , বাঁকুড়া , বর্ধমান ও বীরভূম জেলার পশ্চিমাংশ নিয়ে মালভূমি গঠিত । এই মালভূমি দাক্ষিণাত্য মালভূমির উপ-অঞ্চল ছােটোনাগপুর মালভূমির অন্তর্গত এবং এর নাম পশ্চিমের মালভূমি অঞ্চল ।
2. প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলায় গঠিত এই মালভূমি পশ্চিমবঙ্গের সর্বাপেক্ষা প্রাচীন এলাকা ।
3. ক্ষয়প্রাপ্ত মালভূমি ও তরঙ্গায়িত উচ্চভূমি , ছােটো ছােটো পাহাড় প্রভৃতি এই অঞ্চলের ভূমিরূপের বৈশিষ্ট্য ।
4. অযােধ্যা , বাঘমুণ্ডি , পাঞ্চেৎ , ভাণ্ডারি প্রভৃতি এখানকার কয়েকটি উল্লেখযােগ্য পাহাড় ।
5. গােরগাবুরু ( ৬৭৭ মি ) , বাঘমুণ্ডি ( ৬৭০ মি ) , পাঞ্চেৎ ( ৬৪৩ মি ) প্রভৃতি এখানকার প্রধান শৃঙ্গ । এগুলির মধ্যে অযােধ্যা পাহাড়ের গােরগাবুরু এই অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ ।
6. সমগ্র অঞলটি পশ্চিম থেকে পূর্বে ঢালু ।
7. এই মালভূমি পূর্বদিকে আস্তে আস্তে ঢালু হয়ে সমভূমিতে মিশেছে ।
8. কংসাবতী , দ্বারকেশ্বর , দামােদর প্রভৃতি নদনদী অগভীর ও চওড়া খাতের মাধ্যমে এই অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে ।