ভূত্বক বলতে কী বোঝো আলোচনা করো
ভূত্বক বলতে কী বোঝো আলোচনা করো
কোটি কোটি বছর ধরে পৃথিবী তাপ বিকিরণ করে ধীরে ধীরে শীতল হয়েছে । শীতল হওয়ার সময় গ্যাসীয় অবস্থা থেকে তরলে এসেছে । আবার তরল থেকে যখন কঠিন হতে লাগল তখন পৃথিবীর গায়ে দুধের সরের মতাে একপ্রকার কঠিন আবরণ পড়তে থাকে । এই আবরণকেই ভূত্বক বলা হয় ।

ভূ – ত্বক স্থলভাগের তলদেশে প্রায় ৩০ – ৪০ কিলােমিটার পর্যন্ত বিস্তৃত । তবে সমুদ্রের তলদেশ অনেকটা পাতলা । এটি সিলিকা , অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত । কনরাড বিযুক্তিরেখা এই ভূ – ত্বককে দুটি অংশে ভাগ করেছে । যথা — সিয়াল ও সিমা ।
সিয়াল ( Sial )
ভূ – ত্বকের উপরের হালকা শিলাস্তরকে সিয়াল বলে । এটি প্রধানত গ্রানাইট জাতীয় হালকা রঙের লঘু শিলাস্তর দিয়ে গঠিত । এই শিলায় সিলিকা , অর্থাৎ বালি ও অ্যালুমিনিয়াম বেশি থাকে বলে সিলিকা ( Silica ) ও অ্যালুমিনিয়াম ( Aluminium ) এই কথা দুটির প্রথম অক্ষর , যােগ করে এই শিলামণ্ডলের নাম দেওয়া হয়েছে ( Si + al = Sial ) সিয়াল । পৃথিবীর মহাদেশগুলির স্থলভাগ এই শিলায় গঠিত ।
সিমা ( Sima )
সিয়াল স্তরের নীচে অপেক্ষাকৃত ভারী শিলাস্তরের নাম সিমা । এটি গাঢ় রঙের এবং ব্যাসল্ট জাতীয় ক্ষারকীয় ( Basic ) শিলা দিয়ে তৈরি । এই জাতীয় শিলায় সিলিকা ও ম্যাগনেসিয়াম বেশি থাকে । সেই কারণে সিলিকা ( Silica ) ও ম্যাগনেসিয়াম ( Magnesium ) – এই কথা দুটির প্রথম অক্ষর যােগ করে এই শিলার নামকরণ করা হয়েছে সিমা ( Si + ma = Sima ) । সমুদ্র তলদেশের সামান্য পলিস্তর বাদ দিলে বাকি অঞ্চলটা জুড়ে এই শিলাস্তর বিস্তৃত ।