ভূগোল

গ্রহ হিসেবে পৃথিবী সম্বন্ধে আলোচনা করো

Contents

গ্রহ হিসেবে পৃথিবী সম্বন্ধে আলোচনা করো

পৃথিবী সৌরজগতের অন‍্যতম গ্রহ। গ্রহ হিসাবে পৃথিবীর নিজস্ব কয়েকটি বৈশিষ্ট্য আছে, যেমন 一

সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 

সৌরজগতের যে মোট নয়টি গ্রহ আছে সেগুলির মধ্যে সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবী তৃতীয় গ্রহ (বুধ এবং শুক্রের পর পৃথিবীর অবস্থান)। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব গড়ে 14 কোটি 95 লক্ষ কিলোমিটার বা প্রায় 15 কোটি কিলোমিটারসূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট

পৃথিবীর আয়তন

আয়তন অনুসারে পৃথিবী সৌরজগতের পঞ্চম গ্রহ (সবচেয়ে বড়ো বৃহস্পতি, তারপর শনি, ইউরেনাস, নেপচুন এবং পৃথিবী)। পৃথিবীর গড় পরিধি প্রায় 40,000 কিলোমিটারভূপৃষ্ঠের ক্ষেত্রফল প্রায় 51 কোটি 66 হাজার বর্গ কিলোমিটার।

পৃথিবীর ভর বা ওজন

পৃথিবীর আনুমানিক ওজন প্রায় 5976 × 10¹⁸মেট্রিক টন বা 5976 মিলিয়ন মিলিয়ন মিলিয়ন মেট্রিকটন

প্রকৃত আকৃতি

পৃথিবীর আকৃতি সম্পূর্ণ গোল নয়, প্রায় গোলাকার। মধ্যভাগ বা নিরক্ষীয় অঞ্চল সামান্য একটু স্ফীত এবং উত্তর-দক্ষিণ প্রান্ত বা মেরু অঞ্চল সামান্য একটু চাপা। পৃথিবীর এই আকৃতির নাম অভিগত গোলক

পৃথিবীর গতি

পৃথিবী মহাশূন্যে স্থির অবস্থায় ভেসে নেই। এর দুটি গতি আছে, একটির নাম আন্থিক গতি এবং অন্যটির নাম বার্ষিক গতিযে গতির জন্য পৃথিবী নিজের মেরুরেখার চারদিকে 23 ঘন্টা 56 মিনিট 24 সেকেন্ড সময়ে একবার করে পাক খায়, সেই গতিকে বলে পৃথিবীর আহ্নিক গতি। আর যে গতির জন্য পৃথিবী 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময়ে সূর্যকে একবার পরিক্রমণ করে, তাকে পৃথিবীর বার্ষিক গতি বলা হয়

পৃথিবীর উপগ্রহ

পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম চাঁদ। আকারে পৃথিবীর তুলনায় চাঁদ অনেক ছোট 一 প্রায় পঞ্চাশ ভাগের এক ভাগ মাত্র। চাঁদের ব্যাস মাত্র 3,476 কিলোমিটার। এত ছোট হলেও পৃথিবীর অনেক কাছে আছে বলে চাঁদকে আমরা বেশ বড়ো দেখি। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় 3 লক্ষ 84 হাজার 400 কিমি। চাঁদের নিজস্ব কোন আলো নেই, সূর্যের আলোয় আলোকিত হয়। নিজের মেরুদন্ডের চারদিকে একবার ঘুরতে চাঁদের সময় লাগে 27⅓ দিন এবং ওই একই সময়ে চাঁদ একবার পৃথিবীর চারদিকেও ঘোরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!