ভূগোল

সৌরজগৎ বা সৌর পরিবার সম্বন্ধে আলোচনা করো

Contents

সৌরজগৎ বা সৌর পরিবার সম্বন্ধে আলোচনা করো

সৌরজগতের কেন্দ্রস্থলে রয়েছে সূর্য। পৃথিবী সহ মোট নটি* গ্রহ, এদের বিভিন্ন উপগ্রহ, ধূমকেতু, উল্কা, গ্রহাণু এবং আরও অনেক ছোট ছোট জ্যোতিষ্ক সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে। সূর্যকে নিয়ে এই যে জগৎ, তাকে সৌরজগৎ বা সৌরপরিবার বলা হয়। সূর্য ছাড়া সৌরজগতের বিভিন্ন গ্রহ, উপগ্রহ এবং অন্যান্য জ্যোতিষ্কের নিজস্ব আলো ও উত্তাপ নেই। সূর্যের আলো পেয়ে এগুলি আলোকিত ও উত্তপ্ত হয়।

https blogs images.forbes.com billretherford files 2018 01 PIA12114 web 1024
সৌরপরিবার

সূর্যের পরিচয়

সূর্য আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র এবং আকাশে একে একটি থালার মতো দেখতে লাগলেও আসলে আকারে এটি যথেষ্ট বড়। যেমন ー

আয়তন : 

সূর্যের আয়তন পৃথিবীর আয়তনের প্রায় 13 লক্ষ গুণ।

সূর্যের ব্যাস : 

প্রায় 13 লাখ 92 হাজার কিলোমিটার, পৃথিবীর ব‍্যাসের প্রায় 110 গুণ।

সূর্যের ওজন : 

পৃথিবীর ওজনের প্রায় 3 ¼ লক্ষ গুণ।

*** 2006 সালের 24 শে আগস্ট চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন (আই. এ. ইউ) -এর অধিবেশনে জানানো হয়েছে যে, সৌরজগতে গ্রহের সংখ্যা 11 । এর মধ্যে 8 টি বড় গ্রহ এবং 3 টি ছোট বা ‘বামন গ্রহ‘ (dwarf planet)। বড়ো গ্রহগুলি হল 一 বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। আর ছোট বা বামন গ্রহ তিনটি হলো 一 প্লুটো, সেরেস এবং জেনা। মঙ্গল এবং বৃহস্পতি গ্রহ দুটির মাঝে ভেসে থাকা যেসব হাজার হাজার ছোট ছোট জ্যোতিষ্ক বস্তুকে এতদিন গ্রহাণু বলে চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড়োটিকে এখন গ্রহের মর্যাদা দেওয়া হলো। এরই নাম সেরেস ব‍্যাস মাত্র 770 কিমি। আর জেনা হলো সৌরজগতে প্রায় শেষ প্রান্তে ‘কুইপার বেল্ট‘ অংশে প্লুটোর কাছাকাছি মহাকাশে ভেসে থাকা নানা সাইজের বস্তু (গ্রহাণু)-র মধ্যে একটি। প্রায় প্লুটোর সাইজের এই জেনা-কেই এখন ছোট বামন গ্রহের মর্যাদা দেওয়া হলো। আগামী দিনে এই নতুন গ্রহ দুটি সম্পর্কে আরও অনেক তথ্য জানা যাবে।

সূর্যের গঠন : 

এটি প্রধানত কয়েকটি গ্যাসীয় উপাদান, যথা 一 হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন, কার্বন প্রভৃতি দ্বারা গঠিত। এগুলির মধ্যে হাইড্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি। আলো ও উত্তাপের পার্থক্য অনুসারে সৌরমন্ডল চারটি অংশে ভাগ করা যায়। যথা 一

  1. কেন্দ্রমন্ডল, 
  2. আলোকমন্ডল, 
  3. বর্ণমন্ডল এবং
  4. ছটামন্ডল।

সৌরজগতের গ্রহ-পরিচয়

সৌরজগতে মোট নয়টি গ্রহ আছে 一 বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন প্লুটো। নিচে গ্রহ গুলির সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হল 一

বুধ (Mercury) : 

সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ। সূর্য থেকে এর গড় দূরত্ব প্রায় 5 কোটি 77 লক্ষ কিলোমিটার। এর নিরক্ষীয় ব্যাস প্রায় 4,828 কিলোমিটার। নিজের মেরুরেখার চারদিকে একবার আবর্তন করতে বুধের সময় লাগে 58 দিন 17 ঘন্টা এবং সূর্যের চারদিকে একবার পরিক্রমণ করতে সময় লাগে 88 দিন। বুধের কোনো উপগ্রহ নেই।

শুক্র (Venus) : 

পৃথিবীর সবচেয়ে কাছের এবং সূর্যের দ্বিতীয় কাছের গ্রহ শুক্র। সূর্য থেকে এর গড় দূরত্ব প্রায় 10 কোটি 78 লক্ষ কিলোমিটার। এর নিরক্ষীয় ব্যাস প্রায় 12,391 কিলোমিটার। 243 দিনে একবার নিজের মেরুরেখার চারদিকে আবর্তন করে এবং সূর্যের চারদিকে একবার পরিক্রমণে এর সময় লাগে 224 দিন। শুক্রের কোন উপগ্রহ নেই।

পৃথিবী (Earth) : 

সৌরজগতের তৃতীয় গ্রহ পৃথিবী। সূর্য থেকে এর গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। এর নিরক্ষীয় ব্যাস প্রায় 12,757 কিলোমিটার। নিজের মেরুরেখার চারদিকে একবার আবর্তন করতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 24 সেকেন্ড এবং সূর্যের চারদিকে একবার পরিক্রমণে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। পৃথিবীর একটি উপগ্রহ আছে 一 চন্দ্র বা চাঁদ

মঙ্গল (Mars) : 

সূর্য থেকে এর গড় দূরত্ব প্রায় 22 কোটি 80 লক্ষ কিলোমিটার। গ্রহটির নিরক্ষীয় ব্যাস প্রায় 6,790 কিলোমিটার। এটি নিজের মেরুরেখার চারদিকে একবার আবর্তন করতে সময় নেয় 24 ঘন্টা 37 মিনিট এবং সূর্যের চারদিকে একবার পরিক্রমণ করতে সময় নেয় 687 দিন। এর দুটি উপগ্রহ আছে 一 ফোবোস এবং ডাইমোস

বৃহস্পতি (Jupitar) : 

বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ। সূর্য থেকে এর গড় দূরত্ব প্রায় 77 কোটি 91 লক্ষ কিলোমিটার। বৃহস্পতির নিরক্ষীয় ব্যাস প্রায় 1 লক্ষ 42 হাজার 745 কিলোমিটার। এটি মাত্র 9 ঘণ্টা 50 মিনিট সময়ে নিজের মেরুরেখার চারদিকে একবার আবর্তন করে এবং সূর্যের চারদিকে একবার পরিক্রমণ করতে সময় নেয় প্রায় 12 বছর। এর 16 টি উপগ্রহ আছে, বড়োটির নাম হল গ্যানিমিড

শনি (Saturn) : 

সূর্য থেকে এর গড় দূরত্ব 142 কোটি 60 লক্ষ কিলোমিটার। শনির নিরক্ষীয় ব্যাস প্রায় 1 লক্ষ 20 হাজার 858 কিলোমিটার। নিজের মেরুরেখার চারদিকে একবার আবর্তন করতে এর সময় লাগে 10 ঘন্টা 14 মিনিট এবং সূর্যের চারদিকে একবার পরিক্রমণ করতে সময় নেয় 29 বছর 6 মাস। শনির 18 টি উপগ্রহ আছে। এগুলির মধ্যে টাইটান প্রধান। এটি সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ।

ইউরেনাস (Uranus) : 

সূর্য থেকে এর গড় দূরত্ব প্রায় 287 কোটি কিলোমিটার। গ্রহটির নিরক্ষীয় ব্যাস প্রায় 49 হাজার 152 কিলোমিটার। নিজের মেরুরেখার চারদিকে একবার আবর্তন করতে এর সময় লাগে 10 ঘন্টা 42 মিনিট এবং সূর্যের চারদিকে পরিক্রমণে সময় লাগে 84 বছর 1 মাস। এর মোট 15 টি উপগ্রহ আছে।

নেপচুন (Neptune) : 

সূর্য থেকে এর গড় দূরত্ব প্রায় 449 কোটি 30 লক্ষ কিলোমিটার। নেপচুনের নিরক্ষীয় ব্যাস প্রায় 44 হাজার 800 কিলোমিটার। প্রতি 15 ঘন্টা 48 মিনিট সময়ে গ্রহটি একবার নিজ মেরুরেখার চারদিকে আবর্তন করে এবং সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে 165 বছর। এর 8 টি উপগ্রহ আছে।

প্লুটো (Pluto) : 

সূর্য থেকে এর গড় দূরত্ব প্রায় 589 কোটি 80 লক্ষ কিলোমিটার। গ্রহটির নিরক্ষীয় ব্যাস প্রায় 6,400 কিলোমিটার। প্রতি 6 দিনে একবার করে প্লুটো নিজের মেরুরেখার চারদিকে আবর্তন করে এবং সূর্যকে পরিক্রমণ করতে সময় নেয় 248 বছর। এর একটি উপগ্রহ আছে।

পৃথিবী ছাড়া সৌরজগতের কোন গ্রহেই প্রাণ ধারণের উপযোগী পরিবেশ নেই, এইজন্য ওইসব গ্রহে উদ্ভিদ বা প্রাণীর সৃষ্টি হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!