পৃথিবীর পরিক্রমণ গতি ও বার্ষিক গতির প্রমাণ
Contents
পৃথিবীর পরিক্রমণ গতি ও বার্ষিক গতির প্রমাণ
পৃথিবীর যে বার্ষিক গতি আছে তা বিভিন্ন ভাবে প্রমান করা যায় যেমন 一

নক্ষত্র বা তারা পর্যবেক্ষণ
রাতের আকাশে কয়েকটি নির্দিষ্ট নক্ষত্র লক্ষ্য করলে দেখা যায়, নক্ষত্রগুলি প্রত্যহ নিজের স্থান থেকে সামান্য একটু পশ্চিমে সরে উদিত হয় এবং এইভাবে কিছুদিন পরে একেবারেই অদৃশ্য হয়ে যায়। এর পরিবর্তে কতকগুলি নতুন নক্ষত্র দেখা যায় এবং ক্রমশ সেগুলিও অদৃশ্য হয়। এক বছর পরে নক্ষত্রগুলিকে আবার আগের জায়গায় উদিত হতে দেখা যায়। এ থেকে প্রমাণিত হয়, পৃথিবী পরিক্রমণ করতে করতে ঠিক একবছর পরে পূর্বের স্থানে আবার ফিরে এসেছে।
সূর্যোদয় ও সূর্যাস্তের পরিবর্তিত অবস্থান
পৃথিবীর পরিক্রমণ গতির জন্য আকাশে সূর্যের একটি বার্ষিক আপাত গতি দেখা যায়। 21 শে মার্চ ও 23 শে সেপ্টম্বর সূর্য ঠিক পূর্বদিকে উদিত হয়ে পশ্চিমদিকে অস্ত যায়। কিন্তু বছরের বাকি দিনগুলিতে হয় একটু উত্তরে, না হয় একটু দক্ষিণে সরে উদিত হয় এবং অস্ত যায়। পৃথিবী যদি শুধু একই স্থানে আবর্তন করত তবে প্রত্যেক দিন সূর্য ঠিক পূর্বদিকেই উদিত হয়ে পশ্চিমদিকে অস্ত যেত।
অন্যান্য গ্রহের দৃষ্টান্ত
শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় সৌরজগতের অন্যান্য গ্রহ, যেমন一 বুধ, মঙ্গল, বৃহস্পতি প্রভৃতি সূর্যকে পরিক্রমণ করে। পৃথিবী সৌরজগতের একটি উল্লেখযোগ্য সুতরাং গ্রহ। সুতরাং, পৃথিবীও সূর্যকে পরিক্রমণ করবে এটাই স্বাভাবিক।
মহাকর্ষ সূত্র
সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়ো এবং 3¼ লক্ষ গুণ ভারী। সুতরাং, মহাকর্ষ সূত্র অনুসারে ক্ষুদ্র পৃথিবীর পক্ষে সূর্যের চারদিকে পরিক্রমণ করাই স্বাভাবিক।
ঋতু পরিবর্তন ও দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাসবৃদ্ধি
পৃথিবীর পরিক্রমণ গতির জন্যই বছরের বিভিন্ন সময়ে ভূপৃষ্ঠে ঋতু পরিবর্তন এবং দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাসবৃদ্ধি হয়।