পৃথিবীর আহ্নিক গতি বা আবর্তন গতির ফলাফল
Contents
পৃথিবীর আহ্নিক গতি বা আবর্তন গতির ফলাফল
পৃথিবীর আবর্তনের ফলে ভূপৃষ্ঠে দিনরাত্রি হয়, সূর্যোদয় ও সূর্যাস্ত হয়, সময় নির্ধারণ করা যায়, নিয়ত বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের গতিবিক্ষেপ হয়, জোয়ার ভাটা হয় এবং উদ্ভিদ ও প্রাণীজগৎ সৃষ্টি হয়েছে।

দিন রাত্রি হয়
পৃথিবী গোলাকার এবং তার নিজের কোন আলো নেই। সূর্যের আলোতেই পৃথিবী আলোকিত এবং উত্তপ্ত হয়। তাই আবর্তন করার সময় গোলাকার পৃথিবীর যে অর্ধাংশ সূর্যের দিকে থাকে সেখানে সূর্যের আলো পড়ে, ফলে সেখানে হয় দিন। বিপরীত দিকের অর্ধাংশ সূর্যের দিকে থাকে না বলে সেখানে সূর্যের আলো পড়ে না, ফলে সেখানে হয় রাত্রি।
সূর্যোদয় ও সূর্যাস্ত হয়
পৃথিবী পশ্চিম থেকে পূর্বদিকে আবর্তন করে বলেই পূর্বদিকে সূর্যোদয় এবং পশ্চিমদিকে সূর্যাস্ত হয়।
সময় নির্ধারণ করা যায়
নিজের অক্ষের ওপর একবার সম্পূর্ণভাবে আবর্তন করতে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা বা 1 দিন। প্রতিটি ঘন্টাকে 60 মিনিটে এবং প্রতিটি মিনিটকে 60 সেকেন্ডে ভাগ করে সহজে সময় নির্ধারণ করা যায়।
নিয়ত বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের গতিবিক্ষেপ হয়
নিরক্ষরেখা থেকে মেরুর দিকে পৃথিবীর পরিধি ক্রমশ কমে যায় এবং এজন্য নিরক্ষরেখাতে় পৃথিবীর আবর্তনের গতিবেগও সবচেয়ে বেশি হয়। এবং মেরুর দিকে ক্রমশ কমে যায়। আবর্তনের বেগের এই তারতম্যের জন্য নিয়ত বায়ুপ্রবাহ, সমুদ্রস্রোত প্রভৃতি ভূপৃষ্ঠের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকটি গতিশীল পদার্থ নিরক্ষরেখা থেকে উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে যায়।
জোয়ার ভাটা হয়
মাধ্যাকর্ষণের নিয়ম অনুসারে চাঁদ ও সূর্য উভয়ই পৃথিবীকে আকর্ষণ করে। কিন্তু সূর্যের তুলনায় অপেক্ষাকৃত কাছে আছে বলে পৃথিবীর উপর চাঁদের আকর্ষণের প্রভাব বেশি। আবর্তনের সময় পৃথিবীর স্থান চাঁদের সামনে আসে সেই স্থানের জলরাশি ফুলে ওঠে অর্থাৎ জোয়ার হয়। একই সময় এর ঠিক বিপরীত দিকে পৃথিবীর আবর্তনের ফলে কেন্দ্রবহির্মুখী বা বিকর্ষণ শক্তির প্রভাবে জোয়ার হয় এবং এর সমকোণে অবস্থিত স্থানে তখন হয় ভাটা।
উদ্ভিদ ও প্রাণী জগৎ সৃষ্টি হয়েছে
আবর্তন গতির জন্যই ভূপৃষ্ঠে উদ্ভিদ ও প্রাণীজগৎ সৃষ্টির উপযোগী পরিমিত উত্তাপ ও আলো পাওয়া যায়। আবর্তন গতি না থাকলে ভূপৃষ্ঠের নির্দিষ্ট একটি অর্ধাংশে চিরকাল রাত্রি থাকতো 一 আলো ও উত্তাপের অভাবে কোন কিছুই জন্মাতো না। আর, অপর অর্ধাংশে চিরকাল দিন থাকতো 一 প্রচন্ড উত্তাপে সেখানেও কোনো কিছু জন্মাতো না।
_I am very proud for give this _(thank you)