ইতিহাস

এরাটোস্থেনিস কিভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেন

এরাটোস্থেনিস কিভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেন

image001

খ্রিস্টের জন্মের প্রায় 200 বছর আগে এরাটস্থেনিস নামে একজন গ্রীক পন্ডিত প্রথম মিশরের আলেকজান্দ্রিয়া সিয়েন শহর দুটির ওপর মধ্যাহ্ন সূর্যরশ্মির পতনকোণের তারতম্য বিচার করে বিস্ময়করভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন। আলেকজান্দ্রিয়া ও সিয়েন শহর দুটি একই দ্রাঘিমারেখায় অবস্থিত হলেও শহর দুটির অক্ষাংশ এক নয়। সিয়েন 23½° উত্তর অক্ষাংশ বা কর্কটক্রান্তি রেখায় অবস্থিত এবং আলেকজান্দ্রিয়া আর একটু উত্তরে 30½° উত্তর অক্ষাংশে অবস্থিত। 21 শে জুন অর্থাৎ কর্কটসংক্রান্তির দিন এরাটস্থেনিস লক্ষ্য করলেন, মধ্যাহ্নে (বেলা 12 টা) সূর্যরশ্মি ঠিক সিয়েন শহরের উপর পড়লেও আলেকজান্দ্রিয়া শহরে সূর্যরশ্মির পতনকোণ 7°12`। তিনি হিসাব করলেন ভূপৃষ্ঠ গোলাকার (360°), সুতরাং 7°12` কৌণিক দূরত্ব গোলাকার পৃথিবীর ¹/50 ভাগ (360° ÷7°12`=50)। সিয়েন ও আলেকজান্দ্রিয়া শহর দুটি দূরত্ব 5,000 স্টেডিয়া (1 স্টেডিয়া = 185 মিটার)। এজন্য এরাটস্থেনিসের হিসেবে পৃথিবীর পরিধি হলো (5,000 × 50 = 2,50,000 স্টেডিয়া) 46,250 কিলোমিটার। (বর্তমানে প্রমাণিত হয়েছে যে, পৃথিবীর গড় পরিধি প্রায় 40,000 কিলোমিটার। সুতরাং, এরাটস্থেনিসের পৃথিবীর পরিধি নির্ণয়ে খুব বেশি ভুল ছিল না।)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!