ইতিহাস

জেনেভা কনভেনশন প্রটোকল এর শর্ত / গুরুত্ব / ব্যর্থতা

Contents

জেনেভা কনভেনশন প্রটোকল এর শর্ত / গুরুত্ব / ব্যর্থতা

প্রথম বিশ্বযুদ্ধের পর নিজের নিরাপত্তার প্রশ্নে উদবিগ্ন ফ্রান্স নানাভাবে চেষ্টা করেও যখন সফল হতে পারছিল না , তখন জাতিসংঘের কাঠামাের মধ্যে সে একটা যৌথ নিরাপত্তাব্যবস্থা গড়ে তােলার চেষ্টা চালায় । এরকম অবস্থায় জেনেভায় জাতিসংঘের সাধারণ সভার পঞ্চম অধিবেশনে ( ১৯২৪ খ্রি. ) যৌথ নিরাপত্তার আদর্শকে শক্তিশালী করার উদ্দেশ্যে গ্রিস ও চেকোশ্লোভাকিয়ার দুই প্রতিনিধি একটি দলিল পেশ ( Protocol for the pacific settlement of International Dispute ) করেন । সাধারণভাবে এটিই জেনেভা প্রটোকল ( Geneva protocol ) নামে পরিচিত ।

51508oOYOL
Geneva protocol

জেনেভা কনভেনশন প্রটোকলের শর্ত

জেনেভা প্রােটোকলের অন্যতম কয়েকটি শর্ত ছিল—
1. জেনেভা প্রােটোকল নামক চুক্তি দলিলে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলি একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে না ।
2. আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা নিয়ে মতবিরােধ হলে আন্তর্জাতিক বিচারালয়ের সাহায্য নিতে হবে ।
3. যেসব বিবাদগুলিতে আইন বা ব্যাখ্যার প্রশ্ন থাকবে না সেক্ষেত্রে বিচার হবে লিগ কাউন্সিলে ।
4. লিগ কাউন্সিল কোনাে বিবাদের মীমাংসা করতে না পারলে তা সালিশের ( Arbitrator ) জন্য পাঠানাে হবে এবং তার সিদ্ধান্ত সকলে মেনে নিতে বাধ্য থাকবে ।
5. কোনাে রাষ্ট্র এইসব সিদ্ধান্ত অমান্য করলে তাকে আক্রমণকারী রাষ্ট্ররূপে চিহ্নিত করা হবে এবং তার বিরুদ্ধে অর্থনৈতিক ও সামরিক ব্যবস্থা নেওয়া হবে ।
6. আক্রমণকারী দেশের কাছ থেকে তার অর্থনৈতিক ক্ষমতা অনুযায়ী ক্ষতিপূরণ আদায় করা হবে ।
7. কোনাে রাষ্ট্র নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য বাধ্য হয়ে যুদ্ধে লিপ্ত হলে লিগ বা জাতিসংঘ তাকে সমর্থন করবে ।
8. আন্তর্জাতিক শান্তি রক্ষার ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলির অভ্যন্তরীণ সংঘাত বাঁধলে লিগ তাতে হস্তক্ষেপ করতে পারবে ।

জেনেভা কনভেনশন প্রটোকলের গুরুত্ব

আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে জেনেভা প্রােটোকল ছিল এক উল্লেখযােগ্য প্রচেষ্টা । এই দলিলে বেশ কয়েকটি সাহসিকতাপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় । স্থির হয়—
1. যে – কোনাে আক্রমণাত্মক যুদ্ধ ‘ আন্তর্জাতিক অপরাধ ’ বলে গণ্য হবে ;
2. সালিশির মাধ্যমে যে – কোনাে আন্তর্জাতিক বিরােধের নিষ্পত্তি করা হবে ;
3. সালিশির সিদ্ধান্ত কোনাে দেশ মানতে রাজি না হলে ‘ আক্রমণকারী রাষ্ট্র ‘ হিসেবে চিহ্নিত হবে এবং তার বিরুদ্ধে অর্থনৈতিক ও সামরিক ব্যবস্থা নেওয়া হবে ।

জেনেভা কনভেনশন প্রটোকলের ব্যর্থতা

জেনেভা প্রােটোকল শান্তিরক্ষার ক্ষেত্রে শেষপর্যন্ত সফল হয়নি—
1. ব্রিটেন জেনেভা প্রােটোকল মেনে নেয়নি , কারণ এতে বিভিন্ন দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে লিগ কাউন্সিল হস্তক্ষেপের অধিকার পায় । ইংল্যান্ডের রক্ষণশীল দল এর তীব্র বিরােধিতা করে ।
2. আন্তর্জাতিক সমস্যাগুলির সমাধানের জন্য যে সালিশি ব্যবস্থার সাহায্য নেওয়ার কথা বলা হয় তা সব দেশগুলি মেনে নিতে পারেনি ।
3. জেনেভা প্রােটোকলের শর্তগুলি অমান্যকারী দেশকে আক্রমণকারী দেশ হিসেবে চিহ্নিতকরণ পদ্ধতিও সকল দেশের কাছে গ্রহণযােগ্য ছিল না ।

উপসংহার

শেষপর্যন্ত জেনেভা প্রােটোকলের শর্তগুলিকে বাস্তবায়িত করা সম্ভব হয়নি । ব্রিটিশ ডােমিনিয়নগুলি এবং ব্রিটিশ উপনিবেশগুলিও জেনেভা প্রােটোকলকে গ্রহণ করেনি । এ ছাড়াও আমেরিকা যুক্তরাষ্ট্র , কানাডা , অস্ট্রেলিয়া , নিউজিল্যান্ড প্রভৃতি দেশ জাপানের জাতিসংঘ বিরােধী মনােভাবের জন্য নিজেদের দেশে জাপানিদের প্রবেশ নিষেধ করতে বিশেষ আইন প্রণয়ন করে । তাই প্রবর্তনের এক বছরের মধ্যেই জেনেভা প্রােটোকল অর্থহীন হয়ে পড়ে ।

One thought on “জেনেভা কনভেনশন প্রটোকল এর শর্ত / গুরুত্ব / ব্যর্থতা

  • অনেক ভালো হইসে

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!