যোগ (হিন্দুধর্ম) বলতে কি বোঝো
Contents
যোগ (হিন্দুধর্ম) বলতে কি বোঝো
অনুকূলতা , প্রতিকূলতা, সিদ্ধি , অসিদ্ধি ,সফলতা – বিফলতা, জয় – পরাজয় এই সমস্ত ভাবে আত্মস্থ থেকে সম থাকাকেই যোগ বলা হয়। উপনিষদে এই যোগ কে চার ভাগে ভাগ করা হয়েছে 1.মন্ত্রযোগ 2. লয়যোগ 3. হঠযোগ 4 . রাজ যোগ ।

মন্ত্রযোগ
মাতৃ মন্ত্র দীর্ঘ বারো বছর নিয়ম ও নিষ্ঠার সঙ্গে যোগ করলে সাধকের সিদ্ধিলাভ হয় । রামকৃষ্ণ, বামাক্ষ্যাপা , রামপ্রসাদ এই মাতৃ মন্ত্র জপ করে সিদ্ধিলাভ করেছিলেন।
লয়যোগ
প্রতিদিন শত কাজের মধ্য থেকেও একাগ্র মনে সকালে ও শোবার আগে ঈশ্বরের ধ্যান করাকে বলে লয়যোগ ।
হঠযোগ
বিভিন্ন মুদ্রা, আসন, প্রাণায়াম প্রভৃতির দ্বারা শরীর ও মনকে একাগ্র চিত্ত ও পবিত্র করাকে বলে হঠযোগ ।
রাজ যোগ
যম, নিয়ম ,আসন, প্রাণায়াম ,প্রত্যাহার ,ধারণা, ধ্যান এবং সমাধি ,এই অষ্টমার্গের মাধ্যমে জ্যোতির্ময় আত্মার সাক্ষাৎকারকে বলে রাজযোগ ।শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু , লোকনাথ ব্রহ্মচারী, বুদ্ধদেব , যিশু খ্রিস্ট, জেরথ মহম্মদ এই রাজযোগে তাদের পরম আত্মার দর্শন পেয়েছিলেন।