ইতিহাস

সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ

Contents

সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ

আত্মত্যাগ ও বীরত্বের নিদর্শন থাকা সত্ত্বেও ১৮৫৭ -র  মহাবিদ্রোহ শেষপর্যন্ত ব্যর্থ হয় । সিপাহি বিদ্রোহের ব্যর্থতার মূলেও একাধিক কারণ কাজ করেছিল । তার মধ্যে উল্লেখযােগ্য কারণগুলি হল —

SMF
মহাবিদ্রোহের ব্যর্থতা


সমন্বয় ও পরিকল্পনার অভাব

বিদ্রোহী নেতাদের মধ্যে সমন্বয় ও সুগঠিত পরিকল্পনার অভাব ছিল । সেনাবাহিনীর সকল অংশের মধ্যে বিদ্রোহের রেশ ছড়িয়ে পড়েনি । এ ছাড়াও , বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে এই বিদ্রোহ সংঘটিত হলে তা দমন করতে ব্রিটিশকে বিশেষ প্রতিরােধের সম্মুখীন হতে হয়নি ।

সর্বভারতীয় ঐক্য ও সংহতির অভাব

বিদ্রোহী সিপাহি ও নেতৃবর্গের মধ্যে সংহতি ও সর্বভারতীয় আদর্শের অভাব বিদ্রোহটিকে শেষপর্যন্ত সফল হতে দেয়নি । বৃহত্তর জাতীয় আদর্শের পরিবর্তে বিদ্রোহী নেতাদের অনেকেই সংকীর্ণ ব্যক্তিস্বার্থ রক্ষায় সচেষ্ট হয়ে পড়েন । যেমন দ্বিতীয় বাহাদুর শাহ চেয়েছিলেন মােগল শক্তির পুনঃপ্রতিষ্ঠা ঘটাতে ,  লক্ষ্মীবাই চেয়েছিলেন ঝাঁসি পুনরুদ্ধার করতে , আর নানাসাহেব মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠার মাধ্যমে পেশােয়া পদ ফিরে পেতে চেয়েছিলেন । এর পাশাপাশি বাংলার জমিদার ও বৃহৎ বণিকগােষ্ঠীর ব্রিটিশের প্রতি নীরব সমর্থন ছিল ।

যােগ্য নেতৃত্বের অভাব

বিদ্রোহীদের মধ্যে সুযােগ্য নেতৃত্বের অভাব ছিল । লক্ষ্মীবাঈ , কুঁয়র সিং , নানাসাহেব , তাঁতিয়া তােপী প্রমুখ নিজ নিজ এলাকায় দক্ষতার পরিচয় দিলেও সামগ্রিকভাবে বিদ্রোহ পরিচালনায় ব্যর্থ হয়েছিলেন । লরেন্স , আউট্রাম , ক্যাম্পবেল , হ্যাভেলক , নিকলসন , নীল প্রমুখ ইংরেজ সেনাপতির সামরিক দক্ষতার তুলনায় ভারতীয়রা ছিল অনেক পিছিয়ে ।

আধুনিক অস্ত্র ও রণকৌশলের অভাব

বিদ্রোহীদের ব্যর্থতার অন্যতম কারণ ছিল — অর্থ , রসদ , সমর উপকরণ ও রণকৌশলের ক্ষেত্রে উভয় পক্ষের মধ্যেকার বিশাল পার্থক্য । ব্রিটিশ পক্ষ যেখানে প্রচুর অর্থ এবং আধুনিক সামরিক সরঞ্জাম ও উন্নত রণকৌশলের অধিকারী ছিল , সিপাহিরা সেখানে ছিল সীমিত অর্থ , নিকৃষ্টমানের অস্ত্রশস্ত্র ও পুরাতন যুদ্ধপদ্ধতির ওপর নির্ভরশীল ।

শৃঙ্খলার অভাব

শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে সাফল্য লাভ করতে হলে যে শৃঙ্খলাবােধ , আনুগত্য ইত্যাদি গুণের একান্ত প্রয়ােজন , বিদ্রোহীদের মধ্যে তার যথেষ্ট অভাব ছিল । যার ফলে তারা বহু ক্ষেত্রেই জনসমর্থন হারায় ।

উন্নত যোগাযােগের অভাব

ডাক ও তার বিভাগের সাহায্যে ইংরেজরা বিদ্রোহের দ্রুত খবর পেয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে জলপথ ও রেলপথে সেনা পাঠিয়ে ব্যবস্থা নিতে পেরেছিল । এইসব সুযােগ থেকে ভারতীয় সিপাহিরা বঞ্চিত হওয়ায় তারা স্বাভাবিক ভাবেই ব্যর্থ হয়েছিল ।

উপসংহার

সিপাহি বিদ্রোহের ব্যর্থতার উল্লেখযােগ্য অন্য কয়েকটি কারণ ছিল দেশীয় রাজা ও জমিদারদের অসহযােগিতা  , আঞ্চলিক সীমাবদ্ধতা প্রভৃতি । ড. তারাচাঁদ  তাঁর ‘ History of Freedom Movement in India ‘ গ্রন্থে বলেছেন — এই ব্যর্থতা ছিল বিদ্রোহের অবশ্যম্ভাবী ফলাফল (‘ The failure of the revolt was almost a foregone Conclusion ’) ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!