সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি
সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি

সিপাহি বিদ্রোহে সব থেকে বেশি প্রভাব ফেলেছিল ধর্মীয় কারণের ভিন্ন দিকগুলি । এই কারণগুলির মধ্যে প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেলে ব্যবহুত কার্তুজ । ১৮৫৭ খ্রিস্টাব্দের জানুয়ারিতে ব্রিটিশ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় পুরাতন ‘ ব্রাউন বেস ‘ নামে গাদা বন্দুকের পরিবর্তে এখন থেকে সিপাহিদের এনফিল্ড রাইফেল ব্যবহার করতে হবে । এনফিল্ড রাইফেলের টোটার খােলসটি গােরু ও শুয়ােরের চর্বি দ্বারা তৈরি হত । রাইফেলের টোটার খােলসটি দাঁত দিয়ে ছিড়তে হত । এতে ভারতীয় মুসলমান ও হিন্দু উভয় সম্প্রদায়ের সিপাহিরাই ধর্মনাশের আশঙ্কায় বিদ্রোহী হয়ে ওঠে । এ ছাড়াও সিপাহিদের খাদ্য হিসেবে ব্যবহৃত ময়দা বা ছাতুতে সকৌশলে গােরু বা শূকরের হাড়ের গুঁড়াে মিশিয়ে ধর্মনাশের চেষ্টা করে ব্রিটিশ ।