পাগলপন্থী বিদ্রোহের কারণ ও গুরুত্ব/প্রসার/প্রকৃতি
Contents
পাগলপন্থী বিদ্রোহের কারণ ও গুরুত্ব/প্রসার/প্রকৃতি
ময়মনসিংহ জেলার শেরপুর পরগনার রাজবংশী , হাজং , হাত্রি , দালু এবং মুসলমান – সহ বিভিন্ন জাতিগােষ্ঠী ফকির করম শাহের পুত্র টিপুর নেতৃত্বে ১৮২৪ খ্রিস্টাব্দে যে সশস্ত্র বিদ্রোহ ঘােষণা করে তা পাগলপন্থী বিদ্রোহ নামে পরিচিত। ফকির করম শাহ এদেরকে পাগলাপন্থী ধর্মে দীক্ষিত করেছিলেন । তিনি সাম্যবাদী আদর্শ প্রচার করে বলেছিলেন — সকল মানুষই ঈশ্বরের সৃষ্টি , কেউ কারও অধীন নয় । সুতরাং উচ্চনীচ ভেদ করা সংগত নয় ।

পাগলপন্থী বিদ্রোহের কারণ
এই বিদ্রোহের কারণগুলি হল 一
ব্রিটিশ শাসনরীতির কুফল :
ব্রিটিশ শাসনের বিভিন্ন রীতিনীতি গ্রামীণ সমাজব্যবস্থাকে একেবারে পঙ্গু করে দেয় । সমাজের নিম্ন সম্প্রদায়গুলির বিকল্প জীবিকা বলতে কিছু ছিল না । তাই ব্রিটিশ প্রশাসনে তাদের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়ে ।
করের হার বৃদ্ধি :
ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধে যে বিশাল পরিমাণ অর্থ খরচ হয় তা উশুল করার জন্য এই অঞলের কৃষকদের কাছ থেকে জোর করে কর আদায় শুরু হয় । সামরিক বাহিনীর চলাচলের সুবিধার জন্য রাস্তা তৈরির কাজে রায়তদের বেগার খাটানাে হত । সামরিক বাহিনীর খাওয়াখরচের জন্য রায়তদের পল্টন ট্যাক্স দিতে হত । আর্থিক ভিতকে মজবুত করার লক্ষ্যে ব্রিটিশ প্রশাসন করের হার বাড়ায় । কিন্তু এই বাড়তি করের বােঝা বহন করার ক্ষমতা ছিল না এই সম্প্রদায়ের কৃষকদের ।
জমিদারদের শোষণ :
পাগলাপন্থীদের এই বিদ্রোহের পিছনে কাজ করেছিল জমিদারগােষ্ঠীর শােষণও । ময়মনসিংহের ম্যাজিস্ট্রেট ডানবারের মতে , জমিদারদের মাধ্যমে আদায়ীকৃত বেআইনি কর এবং আবওয়াব আদায়ই ছিল এই বিদ্রোহের আসল কারণ ।
পাগলপন্থী বিদ্রোহের প্রসার
ব্রিটিশ প্রশাসনের অধীনে গ্রামীণ কৃষিব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছিল তাকে নতুনভাবে গড়ে তােলার লক্ষ্যে করম শাহ নামক জনৈক দরবেশের নেতৃত্বে প্রথম এই বিদ্রোহ সংঘটিত হয় । তাঁর মৃত্যুর পর তাঁর পুত্র টিপু এই বিদ্রোহ পরিচালনার দায়িত্ব নেন । প্রায় ৫ হাজার শিষ্য নিয়ে টিপু শেরপুরের জমিদারের কাছারি আক্রমণ করে । বিদ্রোহীরা থানায় আগুন লাগিয়ে দেয় , শহর লুঠ করে , ময়মনসিংহের জয়েন্ট ম্যাজিস্ট্রেটকে ঘেরাও করে বিদ্রোহীরা ঘােষণা করে যে 一
- তারা আর জমিদারের কর্তৃত্ব মানবে না ।
- সামরিক রাস্তা তৈরির কাজে যােগ দেবে না বা কোনােরকম সাহায্য করবে না ।
- ব্রিটিশ প্রশাসনের সঙ্গে কোনাে সম্পর্ক বাখবে না ।
পাগলপন্থী বিদ্রোহের প্রকৃতি
পাগলাপন্থী বিদ্রোহ ছিল একযােগে জমিদার শ্রেণি ও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এক তীব্র জেহাদ । ওলন্দাজ ঐতিহাসিক উইলেম শেন্ডেল এর মতে — পাগলপন্থীরা এক ধর্মীয় গােষ্ঠী হিসেবে পরিচিতি পেলেও এই বিদ্রোহ ছিল জমিদার বিরােধী কৃষক বিদ্রোহ ।
পাগলপন্থী বিদ্রোহের গুরুত্ব
শেষ পর্যন্ত এই বিদ্রোহ ব্যর্থ হলেও এতে কৃষকসমাজের আশা – আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল । পাগলপন্থীদের বিদ্রোহ আগামী দিনের বৃহত্তর বিদ্রোহের পথপ্রদর্শক ছিল । ড. বিনয়ভূষণ চৌধুরীর মতে — এই আন্দোলন প্রথমদিকে জমিদারদের অপশাসনের বিরুদ্ধে শুরু হলেও শেষের দিকে তা ব্রিটিশ বিরােধী রূপ ধারণ করেছিল ।