ইতিহাস

কোল বিদ্রোহের কারণ ও ফলাফল

Contents

কোল বিদ্রোহের কারণ ও ফলাফল

বুদ্ধু ভগত , জোয়া ভগত , ঝিন্দরাই মানকিসুই মুন্ডা প্রমুখের নেতৃত্বে ১৮৩২ খ্রিস্টাব্দে রাঁচি জেলায় কোম্পানির খাজনা বৃদ্ধি ও অত্যাচারের বিরুদ্ধে কোলরা যে বিদ্রোহ ঘােষণা করেছিল ইতিহাসে তা কোল বিদ্রোহ নামে পরিচিত । চার্লস মেটকাফের সেক্রেটারি মেজর সাদারল্যান্ডের  মতে — এটি ছিল দাস বিদ্রোহের মতাে ।

kol vidroh hindi
The Kol Rebellion

কোল বিদ্রোহের কারণ

কোল বিদ্রোহের উল্লেখযােগ্য কয়েকটি কারণ ছিল ।

রাজস্ব বৃদ্ধি : 

১৮২০ খ্রিস্টাব্দ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছােটোনাগপুর অঞ্চলের শাসনভার গ্রহণ করে রাজস্ব আদায়ের জন্য এই অঞ্চলটিকে বিভিন্ন ভাগে ভাগ করে বাইরে থেকে আগত হিন্দু , মুসলিম , শিখ মহাজনদের ইজারা দেয় । কোম্পানির দেওয়ান মাধব সিং অতিরিক্ত রাজস্ব আদায় করলে হতদরিদ্র ও অসহায় কোলরা সর্বস্বান্ত হয়ে বিদ্রোহী হয়ে ওঠে । 

ব্রিটিশের কালা আইন : 

ব্রিটিশের বিচারব্যবস্থা ও রাজস্বব্যবস্থায় কিছু ‘ কালা আইন ‘ কোলদের আর্থ সামাজিক জীবনে ছন্দপতন ঘটায় । কোলদের বাধ্য করা হয় ফসলের পরিবর্তে নগদ অর্থে খাজনা দিতে । কিন্তু ফসল বিক্রি করতে গিয়ে কোলরা মহাজন ও ব্যবসায়ীদের হাতে প্রতারিত হয় । ফলে তারা বিদ্রোহের রাস্তায় যায় ।

ঐতিহ্যে আঘাত : 

ব্রিটিশ রাজত্বের সূচনার আগে থেকেই কোল উপজাতিভুক্ত লােকেরা বিহারের গভীর বনভূমি কেটে রাঁচি ও ছোটোনাগপুর অঞ্চল জুড়ে বসত তৈরি করে শান্তিতে বসবাস করত । বনজ দ্রব্যের ওপর নির্ভর করেই তাদের জীবন কাটত । পরবর্তী সময়ে তাদের অনেকেই কৃষিকাজে নিযুক্ত হয়েছিল । কিন্তু কোম্পানির শাসনকালে কোল উপজাতি গােষ্ঠীর লােকেদের ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে আফিম চাষে বাধ্য করানাে হয় । এই ঐতিহ্য বিরােধী কাজ তারা মেনে নিতে পারেনি ।

কোল পরিবারের ওপর অত্যাচার : 

সামান্য অপরাধ বা বিনা অপরাধেও কোল পরিবারের পুরুষদের তুলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করা হত । পাশাপাশি কোল পরিবারগুলির মেয়েদেরও অসম্মান ও বেইজ্জত করা চলত । এসব কিছু কোলদের ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহী করে তােলে ।

কোল বিদ্রোহের প্রসার ও দমন

ছােটোনাগপুরের রাঁচিতে কোল বিদ্রোহের সূচনা ঘটলেও ধীরে ধীরে তা সিংভূম , মানভূম , হাজারিবাগ , পালামৌ প্রভৃতি জেলায় ছড়িয়ে পড়ে । কোল বিদ্রোহে ওঁরাও , মুন্ডা , হাে উপজাতির মানুষও শামিল হয় । কোল বিদ্রোহ দমনের লক্ষ্যে ক্যাপ্টেন উইলকিন‌্সনের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী নিষ্ঠুরভাবে বহু কোল উপজাতীয় নরনারীকে হত্যা করে এই বিদ্রোহ দমন করে ( ১৮৩২ খ্রি . ) ।

কোল বিদ্রোহের ফলাফল

আঞ্চলিক সীমাবদ্ধতা , বিদ্রোহীদের মধ্যে যােগাযােগ ও ঐক্যের অভাবে কোল বিদ্রোহ শেষপর্যন্ত ব্যর্থ হলেও এর ফলাফল ছিল অত্যন্ত সুদূরপ্রসারী –

আলাদা ভূখণ্ড সংরক্ষণ : 

ব্রিটিশ কোলদের জন্য দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি নামক এক আলাদা ভূখণ্ড সংরক্ষণ করে এবং ঘােষণা করে যে ওই স্থানে ব্রিটিশ আইন কার্যকরী হবে না ।

মহাজনদের বিতাড়ন : 

ব্রিটিশ সরকার অসৎ ব্যবসায়ী , সুদখাের মহাজনদের কোল – অধ্যুষিত অঞ্চল থেকে বিতাড়িত করে ।

জমির সংরক্ষণ : 

জমিদাররা যাতে ভবিষ্যতে আর কোনাে উপজাতিভুক্ত কৃষকদের জমির দখল নিতে না পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় ।

প্রধানদের জমি ফেরত : 

উপজাতীয় গ্রাম প্রধানদের কাছ থেকে কেড়ে নেওয়া জমি ফিরিয়ে দেওয়া হয় ।

কোল বিদ্রোহের পরিণতি 

কোল বিদ্রোহের তীব্রতায় ব্রিটিশ কোলদের জন্য আলাদাভাবে কিছু নীতি গ্রহণ ও তা কার্যকর করলেও প্রকৃত অর্থে এই আদিবাসীদের কল্যাণের জন্য কোনাে চেষ্টা হয়নি । আধুনিক সভ্য সমাজের আলােয় তাদের নিয়ে আসতে ব্যর্থ হয় ব্রিটিশ । সর্বোপরি যে জমিদার ও মহাজনদের বিরুদ্ধে তাদের তীব্র জেহাদ ছিল তাদের কবল থেকেও কোলরা সম্পূর্ণরূপে মুক্তি পায়নি ।

One thought on “কোল বিদ্রোহের কারণ ও ফলাফল

  • Komol kumari

    History ka answer cahiye

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!