লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এর সংস্কার গুলি আলোচনা করো

Contents

লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এর সংস্কার গুলি আলোচনা করো

ইংল্যান্ডের হুইগ বা উদারপন্থী দলের সমর্থক উইলিয়াম বেন্টিঙ্ক ভারতে বড়োেলাট পদে নিযুক্ত হয়ে ( ১৮২০ খ্রি . ) অর্থ , শাসন , বিচার , সমাজ , শিক্ষা ক্ষেত্রে সংস্কারসাধনের প্রয়ােজনীয়তা অনুভব করেন । সংস্কারক বেন্টিঙ্কের প্রশংসা করে লর্ড মেকলে  বলেছেন — “ বেন্টিঙ্ক মুহুর্তের জন্যও তাঁর এই কর্তব্য ভুলে যাননি যে , শাসিত প্রজাদের মঙ্গল সাধন করা সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত । ”

340px Bentinck william 1
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

বেন্টিঙ্ক এর বিভিন্ন সংস্কার

বেন্টিঙ্ক অর্থনৈতিক ক্ষেত্রে যে সংস্কারগুলি করেন , তার অন্যতম ছিল 一

  • রাজস্ব বৃদ্ধি ও ব্যয়সংকোচ নীতির মাধ্যমে অর্থনীতিকে মজবুত করা ।
  • কোম্পানির সেনাদলের বাড়তি ( দ্বিগুণ ) ভাতা বা বাট্টা প্রথার বিলােপসাধন ।
  • সামরিক কর্মচারীদের ভাতাসহ অন্যান্য সুযােগসুবিধা হ্রাস ।
  • মােগল আমলের জমিদারদের প্রদত্ত নিষ্কর জমিগুলিতে কর ধার্য করা ।
  • বেন্টিঙ্কের নির্দেশ মেনে উত্তরপ্রদেশের ভূমিরাজস্ব সচিব রবার্ট মার্টিন বার্ডের দ্বারা তিরিশ বছরের মেয়াদে উত্তরপ্রদেশ ও উত্তর – পশ্চিম সীমান্ত প্রদেশে মহলওয়ারি ভূমি বন্দোবস্তের প্রয়ােগ ।

শাসনতান্ত্রিক ক্ষেত্রে বেন্টিঙ্ক যে সংস্কারগুলি করেন , তার অন্যতম ছিল —

  • লর্ড কর্নওয়ালিশ প্রবর্তিত প্রশাসনিক উচ্চ পদগুলিতে শুধুমাত্র ইউরােপীয়দের নিয়ােগের প্রথা বাতিল করে দিয়ে কম বেতনের বিনিময়ে উচ্চপদে ভারতীয়দের নিয়ােগ শুরু করেন ।
  • উত্তর – পশ্চিম সীমান্ত অঞ্চলে সঠিকভাবে রাজস্ব আদায়ের লক্ষ্যে প্রশাসনের তরফে গঠিত হয় ‘ বাের্ড অব রেভিনিউ ‘ ।
  • বেন্টিঙ্ক নিজে গর্ভনর জেনারেল পদ ছাড়া সেনাবিভাগের সর্বাধিনায়কের পদ গ্রহণ করেন ।
  • জেলা কালেক্টর ও জেলা ম্যাজিস্ট্রেটের পদকে একসঙ্গে যােগ করে একটিমাত্র পদে রূপান্তরিত করেন ।
  • বড়ােলাটের কার্যপরিষদে উকিলের সংখ্যা বাড়ানাে হয় ।

বিচারবিভাগের ক্ষেত্রে বেন্টিঙ্ক যে সংস্কারগুলি করেন , তার অন্যতম ছিল 一

  • বিচারের কাজকে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কর্নওয়ালিশ প্রবর্তিত ভ্রাম্যমাণ ফৌজদারি আদালত ও প্রাদেশিক আপিল আদালতের বিলােপ ঘটান এবং গ্রামীণ আদালতগুলিকে নিয়মিত আদালতের মর্যাদা দেন ।
  • জেলা জজদের নাম পালটে রাখা হয় সেশন জজ এবং এদের হাতে দেওয়ানি ও ফৌজদারি মামলার দায়িত্ব দেওয়া হয় ।
  • দেওয়ানি মামলা পরিচালনার কাজে ভারতীয় বিচারক নিয়ােগ করা হয় এবং তাঁদের পদমর্যাদা ও বেতন বাড়ানাে হয় ।
  • এলাহাবাদে একটি সর্বোচ্চ দেওয়ানি ও ফৌজদারি আদালত প্রতিষ্ঠা করা হয় ।
  • নিম্ন আদালতে ফারসির পরিবর্তে স্থানীয় ভাষা এবং উচ্চ আদালতে ইংরেজি ভাষায় আদালতের কাজ পরিচালনার নিয়ম চালু হয় ।

সমাজ সংস্কার

  • ভারতের ইতিহাস সমাজসংস্কারক রূপেই বেন্টিঙ্ককে সবচেয়ে বেশি মনে রাখবে , কারণ 一
  • রামমােহনের নেতৃত্বে গড়ে ওঠা সতীদাহ – বিরােধী আন্দোলনে সাড়া দিয়ে বেন্টিঙ্ক সতীদাহ নিরােধ আইন রেগুলেশন – XVII ) পাস করান ( ১৮২৯ খ্রি . ) ।
  • বেন্টিঙ্কের নির্দেশ মেনে সেনাপতি স্লীম্যান দিল্লি , হায়দ্রাবাদ ,অযােধ্যা , রাজপুতানা , বুন্দেলখণ্ডে অবস্থানকারী প্রায় ১৫০০ জন ঠগি দস্যুদের দমন করেন ।
  • কাথিয়াবাড় ও রাজপুতানায় বসবাসকারী রাজপুতদের মধ্যে প্রচলিত নবজাত কন্যাসন্তান হত্যার কুপ্রথাকে তিনি নিষিদ্ধ করেন ।
  • ওড়িশাতে প্রচলিত বন্যদেবদেবীর পূজায় যজ্ঞের সময় নরবলি প্রথার তিনি বিলােপ ঘটান ।

শিক্ষা সংস্কার

শিক্ষাক্ষেত্রে বেন্টিঙ্ক উদারীকরণ নীতি গ্রহণ করেন —

  • পাশ্চাত্য শিক্ষার প্রসারের লক্ষ্যে ১৮১৩ খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট অনুযায়ী বাৎসরিক ১ লক্ষ টাকা খরচ করার সিদ্ধান্ত নেন ।
  • ১৮৩৫ খ্রিস্টাব্দের রেগুলেশন আইন জারির মাধ্যমে বেন্টিঙ্ক বলেন — ইংরেজি ভাষাই সরকারি ভাষার স্বীকৃতি পাবে ।
  • তিনি ঘােষণা করেন শিক্ষাখাতে বরাদ্দ সরকারি অর্থ এখন থেকে ইংরেজি শিক্ষাতেই খরচ করা হবে ।

মূল্যায়ন

সমাজ সংস্কারক হিসেবে ভারতবাসীর কল্যাণ সাধনের জন্য বেন্টিঙ্ক প্রশংসিত হলেও ১৮৩৩ – এর চার্টার আইনের পর ব্রিটিশ চা – বাগিচা মালিকদের ও নীলকরদের ভারতে অনুপ্রবেশের সুযােগ করে দিয়ে তিনি সমালােচিতও হয়েছে । যাইহােক হিতবাদী শাসক বা সংস্কারধর্মী প্রশাসক হিসেবেই তিনি ভারত ইতিহাসে বিখ্যাত রয়েছেন । তাই বেন্টিঙ্কের জীবনীকার জন রসেল্লি ( John Rosselli ) সমাজসংস্কারক বেন্টিঙ্কের মূল্যায়নে বলেছেন — “ বেন্টিঙ্ক ভারতকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন , চেয়েছিলেন আধুনিকতা ও প্রগতিশীলতার বিকাশ ঘটাতে । ”

5 thoughts on “লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এর সংস্কার গুলি আলোচনা করো

  • January 18, 2021 at 6:47 am
    Permalink

    খুব ভাল

    Reply
    • August 1, 2021 at 3:52 am
      Permalink

      আমি দুৱা কৰি আল্লাহ যেনো আপনাকে আর বালো কৰে লিখাৰ জন্যে তৌফিক দান করেন আমিন।

      Reply
  • January 18, 2021 at 6:49 am
    Permalink

    কপি করত চাই

    Reply
  • September 18, 2021 at 3:43 am
    Permalink

    মাশাল্লাহ বেশ ভাল হয়েছে অারও তথ্য বহুল অালোচনা করার জন্য অাহ্বান রইল।

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!