ইতিহাস

শ্রীরঙ্গপত্তমের সন্ধির শর্ত ও গুরুত্ব আলোচনা করো

Contents

শ্রীরঙ্গপত্তমের সন্ধির শর্ত ও গুরুত্ব আলোচনা করো

দূরদর্শী টিপু সুলতান উপলব্ধি করেছিলেন যে সুযােগ পেলেই ইংরেজরা তাঁর রাজ্য দখল করবে । তাই তিনি সামরিক বাহিনীকে শক্তিশালী করার চেষ্টা করেন । এই উদ্দেশ্যপূরণে তিনি ফ্রান্স , কাবুল , মরিশাস , কনস্টান্টিনােপল প্রভৃতি দেশের সঙ্গে গােপনে যােগাযােগ রাখেন । ব্রিটিশ এই খবর পেয়ে ক্ষুদ্ধ হয় । তাই ইঙ্গ – ফরাসি দ্বন্দ্বের সময় ব্রিটিশ নিজামের কাছে যে শক্তিসংঘ গঠনের প্রস্তাব পাঠায় তা থেকে টিপুর মহীশূরকে বাদ রাখে । টিপু এই ঘটনায় ভীষণ মর্মাহত হন এবং ক্ষুদ্ধ হয়ে ব্রিটিশ অধীনস্থ রাজ‍্য ত্রিবাঙ্কুর আক্রমণ করেন । ফলে ইংরেজ – মারাঠা – নিজাম এই শক্তিজোটের সঙ্গে টিপুর তৃতীয় ইঙ্গ – মহীশূর যুদ্ধ ( ১৭৯০ খ্রি. ) শুরু হয় । কর্নওয়ালিশের নেতৃত্বে এই শক্তিজোট ব্যাঙ্গালােরের দখল নেয় এবং আরিকেরা অঞ্চলে সম্মুখ সমরে টিপুকে পরাজিত করে । যুদ্ধবিধ্বস্ত টিপু শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন ( ১৭৯২ খ্রি. ) ।

37988 rxubzfxemu 1469095202 1
টিপু সুলতান

শ্রীরঙ্গপত্তমের সন্ধির শর্তসমূহ

শ্রীরঙ্গপত্তমের সন্ধির মাধ্যমে তৃতীয় ইঙ্গ – মহীশূর যুদ্ধের অবসান ঘটে । সন্ধির ফলে মহীশূর রাজ্যের অর্ধাংশ টিপুর হস্তচ্যুত হয় । এই চুক্তি অনুযায়ী 一

  1. মারাঠারা ওয়ার্ধা থেকে কৃষ্ণা পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল লাভ করে । 
  2. গুটিফুদাপ্পা – সহ পেনার নদী থেকে কৃষ্ণা নদী পর্যন্ত অঞ্চল নিজাম পায় ।  
  3. দিন্দিগুল , বরাহমহল , কুর্গ , মালাবার মাদুরাসালেম ইংরেজদের হস্তগত হয় । 
  4. এ ছাড়া ক্ষতিপূরণ হিসেবে টিপুকে নগদ তিন কোটি ত্রিশ লক্ষ টাকা ইংরেজদের দিতে হয় ।
  5. সর্বোপরি , সন্ধির শর্ত পালনের নিশ্চয়তাস্বরূপ তাঁর দুই পুত্রকে ইংরেজদের হাতে অর্পণ করতে টিপু বাধ্য হন ।
  6. উভয় পক্ষ একে অপরকে যুদ্ধবন্দি প্রত্যর্পণ করে ।

শ্রীরঙ্গপত্তমের সন্ধির গুরুত্ব

শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরের ফলে টিপুর পতন নিশ্চিত হয়ে ওঠে । সন্ধির শর্তানুযায়ী রাজ্যের অর্ধেকটা হারিয়ে এবং বিপুল ক্ষতিপূরণের বােঝা নিয়ে টিপুর পক্ষে পুনরায় ঘুরে দাঁড়ানাে কঠিন হয়ে পড়ে । এ ছাড়াও ব্রিটিশ – মারাঠা – নিজাম শক্তিজোট মহীশূরকে ঘিরে ফেলায় মহীশূরের নিরাপত্তা বিপন্ন হয় । বরাহমহল , কুুর্গ , মালাবার প্রভৃতি অঞ্চলগুলি ব্রিটিশের অধীনে চলে যাওয়ায় মহীশূরের পূর্ব ও পশ্চিম দিক অরক্ষিত হয়ে পড়ে । দিন্দিগুল , দোয়াবসহ কৃষিসমৃদ্ধ অঞ্চলগুলি হাতছাড়া হয়ে যাওয়ায় রাজ্যের আর্থিক বিকাশ রুদ্ধ হয় । তাই মহিবুল হাসান  বলেছেন — “ শ্রীরঙ্গপত্তমের সন্ধি বাস্তবে ওয়েলেসলি কর্তৃক টিপুর চুড়ান্ত পতনের ক্ষেত্র প্রস্তুত করেছিল । “

উপসংহার

সুচতুর ব্রিটিশ শ্রীরঙ্গপত্তমের সন্ধির মাধ্যমে টিপুকে দুর্বল করে দিতে চাইলেও টিপু পুনরায় নতুন উদ্যমে ফ্রান্স , কাবুল ও মরিশাসের সঙ্গে যােগাযােগ গড়ে তােলেন এবং চতুর্থ ইঙ্গ – মহীশূর যুদ্ধের জন্য প্রস্তুত হন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!