ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের গুরুত্ব
Contents
ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের গুরুত্ব
“বণিকের মানদণ্ড পােহালে শর্বরী / দেখা দিল রাজদণ্ড রূপে ।” ー রবীন্দ্রনাথ ঠাকুর ।
পলাশি ও বক্সারের যুদ্ধ জয়ের পর দেওয়ানি ( রাজস্ব আদায় ও দেওয়ানি বিচারের অধিকার ) লাভ করে ( ১৭৬৫ খ্রি. ৩০ সেপ্টেম্বর ) বাংলার রাজনীতিতে কোম্পানির কর্তৃত্ব সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়। পার্সিভ্যাল স্পিয়ারের মতে, এই সময় থেকেই শুরু হয় ক্ষমতাহীন দায়িত্ব ও দায়িত্বহীন ক্ষমতার ( Responsibility without power and power without responsibility ) নির্লজ্জ অধ্যায়।

এই গুরুত্বকে দুই ভাগে আলােচনা করা যেতে পারে ー (1) রাজনৈতিক গুরুত্ব, (2) অর্থনৈতিক গুরুত্ব ।
দেওয়ানি লাভের রাজনৈতিক গুরুত্ব
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করার পর সমকালীন ভারতে রাজনৈতিক ক্ষমতা ও প্রভাব – প্রতিপত্তির দিক থেকে অন্যান্য ইউরােপীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির তুলনায় অনেকটাই এগিয়ে যায় । দেওয়ানি লাভের পর থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির রূপ পরিবর্তন হয় । কোম্পানির একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্রতিষ্ঠানে উত্তরণ ঘটে । নজম-উদদৌলা এক চুক্তিতে অঙ্গীকার করেছিলেন যে , এখন থেকে বাংলার শাসক পদ পাবেন কোম্পানি মনােনীত ব্যক্তি । ফলে বাংলার মসনদের প্রকৃত নিয়ন্ত্রক হয়ে ওঠে কোম্পানি । রাজনৈতিক দিক থেকে কোম্পানি এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তারা রাজনৈতিক ক্ষমতা প্রয়ােগ করে অন্যান্য ইউরােপীয় বণিক কোম্পানিগুলিকে ভারত ত্যাগ করতে বাধ্য করে । দেওয়ানি লাভের পর বাংলায় ব্রিটিশ শাসন দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। নবাবকে নামে মাত্র সিংহাসনে বসিয়ে কোম্পানি সকল ক্ষমতার অধিকারী হয়ে ওঠে । পি. জে. মাশার্লের মতে , যা ছিল উপ-সাম্রাজ্যবাদ ( sub – imperialism ) ।
দেওয়ানি লাভের অর্থনৈতিক গুরুত্ব
কোম্পানির অর্থনৈতিক স্বাচ্ছল্য দেওয়ানি লাভের ফলে অনেক গুণ বেড়ে যায় । এদেশে ব্যাবসা করার মূলধন তারা এদেশ থেকেই আদায় করে । উপরন্তু , অতিরিক্ত মুনাফা নিজেদের দেশে পাঠাতে থাকে । দেওয়ানি লাভের পর অতিরিক্ত রাজস্ব আদায়ের লােভে ব্রিটিশ নির্মম শােষণ শুরু করে। ফলে বাংলার রাজকোশ শুন্য হয়ে পড়ে। কোম্পানির নির্মম শােষণের পরিণামে বাংলার কুটিরশিল্পকেন্দ্রিক অর্থনীতি একেবারে ভেঙে পড়ে । এই শিল্পে নিযুক্ত শিল্পী – কারিগররা বেকার হয়ে পড়ে । বাংলায় অর্থনীতির বিভিন্ন ক্ষেত্র থেকে অন্যান্য ইউরােপীয় কোম্পানিগুলিকে হটিয়ে দিয়ে ব্রিটিশ নিজের একাধিপত্য কায়েম করে । দেওয়ানি লাভের ফলে বাংলার রাজস্ব আদায় নিয়মিত হয়ে ওঠে।
উপসংহার
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে ভারতে পরবর্তী দেড়শাে বছরের রাজত্ব কায়েম রাখার রাস্তা তৈরি করে নেয় । পি.জে.মার্শাল ‘The New Cambridge History of India-Bengal’ গ্রন্থে বলেছেন — “ পিছন ফিরে দেখলে ১৭৬৫ খ্রিস্টাব্দে কোম্পানির দেওয়ানি লাভকে বাংলায় মােগল যুগ ও ব্রিটিশ যুগের বিভাজিকা চিহ্ন বলে মনে হবে ।”