ইতিহাস

অমৃতসরের সন্ধি শর্তাবলী ও গুরুত্ব

Contents

অমৃতসরের সন্ধি শর্তাবলী ও গুরুত্ব

রণজিৎ সিংহ যখন একটার পর একটা শিখ মিস‌্লকে বশ্যতা স্বীকার করিয়ে কর প্রদানে বাধ্য করছেন সেসময় ঝিন্দ পাতিয়ালার শিখ সর্দাররা ব্রিটিশ রেসিডেন্টের কাছে সাহায্য প্রার্থনা করে বসে । এসময়ে ব্রিটিশ ও রণজিৎ সিংহ উভয়ে উভয়ের সাহায্যের প্রয়ােজনীয়তা অনুভব করে । এই অবস্থায় বড়ােলাট লর্ড মিন্টো তার দূত চার্লস মেটাকাফকে লাহােরে রণজিতের দরবারে পাঠিয়ে অমৃতসরের সন্ধিতে ( ১৮০৯ খ্রি . , ২৫ এপ্রিল ) আবদ্ধ হন । মেটাকাফ দুটি উদ্দেশ্যপূরণে সচেষ্ট হন । প্রথমটি হল শতদ্রু নদীর দক্ষিণের মিস‌্লগুলির ওপর রণজিতের আধিপত্য আটকানাে । দ্বিতীয়টি ছিল  রাশিয়ার জার আলেকজান্ডার ও ফরাসি সম্রাট নেপােলিয়ন টিলজিটের সন্ধিতে আবদ্ধ হলে ফ্রান্সের এই সময়ে ভারত আক্রমণের সম্ভাবনা থাকায় ব্রিটিশ রণজিতের সাহায্য অনুভব করে ।

download 2
রণজিৎ সিংহ

অমৃতসরের সন্ধির শর্তাবলি

অমৃতসরের সন্ধির শর্তগুলি ছিল এরকম —  রণজিৎ সিংহের রাজ্যের দক্ষিণ সীমান্তরূপে শতদ্রু নদীকে চিহ্নিত করা হয় । শতদ্রু নদীর পশ্চিমতীরের শিখ রাজ্যগুলির ওপর রণজিৎ সিংহের কর্তৃত্ব বজায় থাকবে । তবে , পূর্বতীরে অবস্থিত মিস‌্লগুলির ওপর থেকে রণজিৎ সিংহ তাঁর দাবি প্রত্যাহার করে নেবেন । চুক্তিতে আবদ্ধ দুপক্ষ স্থায়ী মৈত্রী বজায় রাখার জন্য একে অপরের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে ।  শতদ্রু নদীর উত্তর দিকে কোম্পানি কোনাে হস্তক্ষেপ করবে না বলে কথা দেয় । নিরাপত্তা রক্ষার তাগিদে রণজিৎ সিংহ উত্তর দিকে তাঁর সেনাবাহিনী মােতায়েন রাখতে পারবেন বলা হয় । শতদ্রুর দক্ষিণ তীরের শিখ মিস‌্লগুলির ওপর রণজিৎ সিংহ হস্তক্ষেপ করবেন না এবং তিনি এগুলির ওপর ইংরেজদের রক্ষণের অধিকার মেনে নেবেন বলে স্থির হয় ।

সমর্থন

বুদ্ধিমান রণজিৎ সিংহ বুঝেছিলেন যে ইংরেজের বিরােধিতা করে লাভ হবে না , তাই তিনি ইংরেজদের সঙ্গে সন্ধি স্থাপন করে শিখ সাম্রাজ্য বিস্তারের পথকে প্রশস্ত করেন । ঐতিহাসিক কানিংহাম তাঁর ‘ হিস্ট্রি অব দি শিখস ’ গ্রন্থে লিখেছেন — অমৃতসরের সন্ধির ফলে মহারাজ রণজিৎ সিংহ শতদ্রুর উত্তরভাগে বিনা বাধায় তাঁর রাজ্য বিস্তার করার সুযােগ পান  

সমালােচনা

বহু ঐতিহাসিক অমৃতসরের সন্ধিতে স্বাক্ষর করার জন্য রণজিৎ সিংহের সমালােচনা করেছেন। ড. এন. কে. সিংহ বলেছেন — রণজিৎ সিংহ ব্রিটিশ শক্তিকে ভারতের অন্যান্য শক্তির সঙ্গে জোট বেঁধে বাধা না দিয়ে ভুল করেন  । খুশবন্ত সিং সমালােচনার সুরে বলেন 一 রণজিৎ সিংহের মূলনীতি হওয়া উচিত ছিল , কোম্পানিকে বাধা দিয়ে পাঞ্জাবের স্বাধীনতা রক্ষা করা

অমৃতসরের সন্ধির গুরুত্ব

অমৃতসরের সন্ধি স্বাক্ষর করার ফলে রণজিৎ সিংহের অখিল শিখ রাজ্য গঠন চিরদিনের মতাে ধূলিসাৎ হয়ে যায়। ড. এন. কে. সিংহ  বলেছেন — “ এই সন্ধির ফলে , রণজিৎ সিংহ অশ্ব এবং ব্রিটিশ সরকার অশ্বারােহীতে পরিণত  হয় ” ( In the Anglo – Sikh alliance during Ranjit Singh , The British Government became the rider and Ranjit Singh was the horse . ) । প্রচণ্ড দূরদর্শী হয়েও রণজিৎ সিংহ অমৃতসরের সন্ধি স্বাক্ষর করে চরম কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন ।

One thought on “অমৃতসরের সন্ধি শর্তাবলী ও গুরুত্ব

  • poshupakhi

    ইতিহাসের এই ঘটনাটি সম্পর্কে নতুন জানলাম। এই ধরনের ইতিহাস আমাদের জানা উচিত।

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!