ইতিহাস

সিভিল সার্ভিস আন্দোলন কেন গড়ে উঠেছিল

Contents

সিভিল সার্ভিস আন্দোলন কেন গড়ে উঠেছিল

পলাশি ও বক্সারের যুদ্ধে জয়লাভের পর দেওয়ানি লাভ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে ঔপনিবেশিক শাসনব্যবস্থা দৃঢ় করে । প্রথমদিকে প্রশাসনিক কাজ পরিচালনার জন্য ইংল্যান্ডের অভিজাত পরিবারের সদস্যদের উচ্চপদে নিয়ােগ করত কোম্পানির লন্ডনস্থিত ‘বাের্ড অব ডিরেক্টস্ ’ । কিন্তু অল্প বেতনের জন্য এইসব কর্মচারীরা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়লে সনদ আইন ( ১৮৫৩ খ্রি . ) অনুসারে প্রতিযােগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিভিলিয়ান নিয়ােগের প্রথা প্রচলিত হয় ।

main qimg e278929be393d01fc997f085ed6468ea
সিভিল সার্ভিস

সিভিল সার্ভিস প্রবর্তন

ভারতে সিভিল সার্ভিসের প্রকৃত প্রবর্তক ছিলেন লর্ড কর্নওয়ালিশ

লর্ড কর্নওয়ালিশের প্রচেষ্টা : 

ভারতে সিভিল সার্ভিসের প্রকৃত প্রবর্তক ছিলেন লর্ড কর্নওয়ালিশ । প্রশাসনিক কাজের মানকে উন্নত ও দ্রুতগামী রার লক্ষ্যে তিনি 一

  • প্রথমেই কোম্পানির বাণিজ্য দপ্তর ও রাজস্ব দপ্তর আলাদা করে দেন ।
  • রাজস্ব বিভাগের কর্মচারীদেরও প্রশাসনিক কাজে দক্ষ করে তােলার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেন ।
  • কর্মচারীদের দুর্নীতি বন্ধে ব্যক্তিগত ব্যাবসা , উপটৌকন , উৎকোচ গ্রহণ নিষিদ্ধ করেন ।
  • প্রশাসনের উচ্চপদস্থ কর্মচারীরা যাতে স্বাচ্ছন্দ্যে জীবন চালাতে পারে তার জন্য বেতনের হার বাড়ানাে হয় ।
  • ইউরােপীয়দের বেতন গড়ে ৩০০ – ৪০০ টাকা পর্যন্ত বাড়ানাে হয়।
  • ভারতীয়দের উচ্চ সরকারি পদে নিয়ােগ নিষিদ্ধ করে দেওয়া হয়।

লর্ড ওয়েলেসলির ভূমিকা :

লর্ড ওয়েলেসলি মনে করতেন যে ইংল্যান্ড থেকে যেসব যুবক ভারতে সিভিল সার্ভিসের চাকরি করতে আসবে তাদের এদেশের ভাষা , সামাজিক রীতিনীতি , আবেগ ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়া দরকার । তাই তিনি তরুণ সিভিলিয়ানদের প্রশিক্ষণের লক্ষ্যে কলকাতায় গড়ে তােলেন ফোর্ট উইলিয়ম কলেজ ( ১৮০০ খ্রি . ) ।

প্রশিক্ষণ কেন্দ্র : 

ইউরােপীয় প্রশাসকদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে গড়ে ওঠা ফোর্ট উইলিয়ম কলেজ বেশিদিন চলেনি । কারণ কোম্পানির নির্দেশকরা এই ভেবে উদ‌‌বিগ্ন হয়ে উঠেছিলেন যে এতে হয়তাে নবনিযুক্ত প্রশাসকরা লন্ডনের পরিবর্তে কলকাতায় প্রতি অধিক অনুগত হয়ে উঠবে । তাই ফোর্ট উইলিয়ম কলেজ বন্ধ ( ১৮০২ খ্রি . ) করে দিয়ে লন্ডনের কাছে হার্টফোর্ডে ইন্ডিয়া কলেজ প্রতিষ্ঠা করা হয় (১৮০৫ খ্রি .) , পরে যা হেইলেবেরি অঞ্চলে স্থানান্তরিত ( ১৮০৯ খ্রি . ) হয় ।

ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা

১৮৫৩ খ্রিস্টাব্দের সনদ আইনে বলা হয় ইংল্যান্ড রাজের যে – কোনাে প্রজা ১৮ – ২১ বছর বয়স হলে ইংল্যান্ডে প্রতিযােগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিস পদে নিযুক্ত হতে পারবে । ১৮৫৫ খ্রিস্টাব্দ থেকে লন্ডনে প্রথম সিভিল সার্ভিস পরীক্ষা শুরু হয় । পরীক্ষার নাম হয় ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা আই . সি . এস . । সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে জয়েন্ট ম্যাজিস্ট্রেট , ডেপুটি কালেক্টর , সাব জজ প্রভৃতি সরকারি পদগুলিতে ভারতীয়দের নিয়ােগ শুরু হয় । সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করা প্রথম ভারতীয় ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর

সিভিল সার্ভিস আন্দোলন

লর্ড লিটন ১৮৭৬ খ্রিস্টাব্দের ২৪ ফেব্রুয়ারি সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের বয়স ২১ থেকে কমিয়ে ১৯ করলে সারাদেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে । সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতসভা এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন গড়ে তােলে । দাবি জানানাে হয় 一

  • ইংল্যান্ডের পাশাপাশি ভারতেও সিভিল সার্ভিস পরীক্ষা নিতে হবে ।
  • এই পরীক্ষার উধ্বর্তম বয়সসীমা ২২ বছর করতে হবে । 

যদিও সে সময়কার ভারতের বড়ােলাট ল্যান্সডাউন তা মানতে চাননি ।

One thought on “সিভিল সার্ভিস আন্দোলন কেন গড়ে উঠেছিল

  • Mosst.rifa khatun.

    It is really helpful.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!