স্বত্ববিলোপ নীতি কাকে বলে আলোচনা করো
Contents
স্বত্ববিলোপ নীতি কাকে বলে আলোচনা করো
লর্ড ডালহৌসির উল্লেখযােগ্য সাম্রাজ্য বিস্তার নীতি ছিল স্বত্ববিলােপ নীতি । তিনি এক ঘােষণায় বলেন , কোনাে ব্রিটিশ আশ্রিত দেশীয় রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে সেই রাজ্যটি সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে । এই নীতি ‘ স্বত্ববিলােপ নীতি ’ ( Doctrine of Lapse ) নামে পরিচিত । লর্ড ডালহৌসি স্বত্ববিলােপ নীতির উদ্ভাবক ছিলেন না । এই নীতির কার্যকারিতা প্রসঙ্গে আশাবাদী হয়ে ডালহৌসি বলেছিলেন — ভারতের সব দেশীয় রাজ্যকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা সময়ের অপেক্ষামাত্র ( ‘ The extinction of all native states of India is just a question of time ‘ ) ।

স্বত্ববিলোপ নীতির প্রয়োগ পদ্ধতি
ডাইরেক্টর সভা কর্তৃক ঘােষিত ( ১৮৩৪ খ্রি . ) দত্তক প্রথা নিয়ন্ত্রণের পদ্ধতিকে ডালহৌসি প্রয়ােগ করেছিলেন। এই নীতি প্রয়ােগ করার আগে ডালহৌসি দেশীয় রাজ্যগুলিকে তিনভাগে ভাগ করেন 一
- স্বাধীন দেশীয় রাজ্য ,
- কোম্পানির সৃষ্ট রাজ্য ,
- কোম্পানির আশ্রিত বা কোম্পানির অধীনস্থ রাজ্য ।
স্বত্ববিলোপ নীতির শর্তাবলী
- কোম্পানির দ্বারা সৃষ্ট দেশীয় রাজ্যের রাজার পুত্রসন্তান না থাকলে রাজারা দত্তক নিতে পারবেন না এবং সেই রাজ্য সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে ।
- ইংরেজ – আশ্রিত রাজ্যগুলির ( করদরাজ্য ) উদ্দেশে বলা হয় তারা দত্তক নেওয়ার আগে কোম্পানির অনুমতি নেবে নতুবা ওই রাজ্যটি সরাসরি কোম্পানির শাসনাধীনে আসবে ।
- আর দেশীয় স্বাধীন রাজ্যগুলি সম্পর্কে কোম্পানি নিরপেক্ষ থাকবে ।
স্বত্ববিলোপ নীতির প্রয়োগ
ডালহৌসি স্বত্ববিলােপ নীতির প্রথম প্রয়ােগ ঘটান কোলবা রাজ্যে ( ১৮৪০ খ্রি . ) , এরপর তিনি একে একে গ্রাস করেন সাতারা ( ১৮৪৮ খ্রি . ) , সম্বলপুর ও জৌনপুর ( ১৮৪৯ খ্রি . ) , ভগৎ ( ১৮৫০ খ্রি . ) , উদয়পুর ( ১৮৫২ খ্রি . ) , ঝাঁসি ( ১৮৫৩ খ্রি . ) , নাগপুর ( ১৮৫৪ খ্রি . ) , কর্ণাটক ( ১৮৫৬ খ্রি . ) ইত্যাদি রাজ্য ।
স্বত্ববিলোপ নীতির সমালোচনা
লর্ড ডালহৌসির স্বত্ববিলােপ নীতি সমালােচনার উর্ধ্বে ছিল না ।
- স্বাধীন দেশীয় রাজ্য , কোম্পানির সৃষ্ট রাজ্য ও কোম্পানির আশ্রিত রাজ্যগুলিতে এই নীতি নির্ধারণের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছিল । ফলে কয়েকটি রাজ্যের ক্ষেত্রে এই নীতির অপপ্রয়ােগ ঘটে ।
- স্বত্ববিলােপ নীতির শর্তগুলিকে ডালহৌসি নিজেই অমান্য করেন । যদিও পরিচালক সভার নির্দেশে শেষপর্যন্ত ন্যায্য উত্তরাধিকারীদের হাতে সেইসব রাজ্য ফেরত দেওয়া হয়েছিল।
- দত্তকপুত্র গ্রহণের অধিকার ডালহৌসি খারিজ করলে দেশীয় রাজা ও প্রজারা অসন্তুষ্ট হন ।
- দেশীয় রাজ্যগুলিকে অহেতুক রাজ্যগ্রাসের ভয় দেখানাে হয় । উদয়পুর রাজ্য ব্রিটিশের সৃষ্ট না হলেও তাকে স্বত্ববিলােপ নীতির বলি হতে হয়েছিল।
উপসংহার
লর্ড ডালহৌসি অনেক ক্ষেত্রেই লন্ডনের বাের্ড অব ডিরেক্টরের পরামর্শকে অমান্য করে স্বত্ববিলােপ নীতির প্রয়ােগ ঘটিয়েছিলেন । তিনি মুসলিম বাদে শুধুমাত্র হিন্দু রাজ্যগুলিতেই এই নীতির প্রয়ােগ ঘটিয়েছিলেন । ডালহৌসির স্বত্ববিলােপ নীতি দেশীয় রাজ্যগুলিকে কতটা ক্ষতিগ্রস্ত করেছিল সে প্রসঙ্গে হেনরি রাসেল বলেছেন — আমি মনে করি তাঁর দেশীয় রাজ্য দখল নীতি আমাদেরকে কফিনে ঢুকিয়ে দিয়েছে ( ‘ I consider the extinction of a native state as a nail driven into our coffin ’ ) ।
good
Amar mone hoy Britishra esechilo bole Bharatbarsha ekti akhanda Bharat Rastre porinata hoyechilo otherwise asankho khudra khudra Rastre porinata hoto .
Good