ভারতীয় অর্থনীতিতে রেলপথের প্রভাব আলোচনা করো
Contents
ভারতীয় অর্থনীতিতে রেলপথের প্রভাব আলোচনা করো
ব্রিটিশ সরকার এদেশে রেলপথ স্থাপনের মাধ্যমে নতুন যুগের সূচনা করেন । রেলপথ ভারত আর্থসামাজিক জীবনযাত্রাকে গভীরভাবে প্রভাবিত করেছিল । বদলে দিয়েছিল ঔপনিবেশিক ভারতের অর্থনৈতিক চেহারাটা । যদিও রেলপথের সুদূরপ্রসারী প্রভাব হিসেবে সুফলের পাশাপাশি বেশ কিছু কুফলও ছিল । তবুও রেলপথ প্রবর্তন ‘ leap forward ‘ নামে পরিচিত ছিল । রেলপথের প্রবর্তন প্রসঙ্গে ঐতিহাসিক বিপান চন্দ্র ‘ The Rise and Growth of Economic Nationalism in India ‘ গ্রন্থে লিখেছেন — রেলপথ গঠনে ভারতের জনজীবন , সংস্কৃতি ও অর্থনীতিতে বৈপ্লবিক প্রভাব পড়েছিল ( ‘ The Construction of railways had a revolutionary impact on the life , culture and economy of the Indian people ‘ ) ।

সুফল
উন্নত যােগাযােগ ব্যবস্থা :
রেলপথ স্থাপনের ফলে যােগাযােগ ব্যবস্থার উন্নতি ঘটে । অতি দ্রুত , নিরাপদে মাল পরিবহন ও যাত্রী চলাচল সম্ভব হয় । প্রত্যন্ত অঞ্চলগুলিতে দুর্ভিক্ষ ও খরার সময় দ্রুত ত্রাণ সামগ্রী সরবরাহ করা সম্ভব হয়েছিল ।
দ্রুত শিল্পের বিকাশে :
এদেশে নতুন নতুন শহর গড়ে তােলার ক্ষেত্রে ও দ্রুত শিল্পায়নে রেলের ভূমিকা ছিল অসাধারণ । তাই বলা হয় , রেলপথের প্রবর্তনই ভারতে আধুনিক শিল্পবিকাশের বিশেষত , বৃহৎ শিল্পনির্মাণের সূচনা করে । কার্ল মার্কস বলেছেন — যে দেশে লােহা ও কয়লা বর্তমান , সে দেশের গতিপথে যদি একবার যন্ত্রের প্রবর্তন করা যায় , তাহলে সে দেশকে যন্ত্র তৈরির ব্যবস্থা থেকে সরিয়ে রাখা অসম্ভব ।
মূল্যস্তরের বৈষম্য দূর :
রেলপথ একদিকে যেমন বিভিন্ন অঞ্চলের মধ্যে দূরত্ব কমিয়ে এনে পরিবহন ব্যয় হ্রাসে সাহায্য করে , তেমনি বিভিন্ন অঞ্চলের পণ্যসামগ্রীর মধ্যে মূল্যস্তরের বৈষম্য দূর করে সমতা আনার চেষ্টা করে ।
বাণিজ্যের প্রসারে :
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় বাণিজ্যের বৃদ্ধিতেই রেল সাহায্য করে । পাট , বস্ত্র , চা , চিনি , কয়লা , লােহাসহ বিভিন্ন শিল্পের কাঁচামাল কম খরচে এবং দ্রুত পরিবহন সম্ভব হওয়ায় উৎপাদন ব্যয় কমে যায় । এর সঙ্গে উৎপাদিত পণ্যের ক্ষেত্রেও কম খরচে দ্রুত পরিবহন সম্ভব হওয়ায় পরিবহন ব্যয়ও কমে যায় , এবং এই বৃত্ত অর্থ অন্যত্র বিনিয়ােগ করা যায় ।
কৃষিব্যবস্থায় বিপ্লব :
এদেশে কৃষির উন্নতিতে রেলব্যবস্থার অবদান অসামান্য । বাজারের ব্যাপ্তি , চাহিদা অনুযায়ী ফসল উৎপাদন , জমির মূল্যবৃদ্ধি ইত্যাদির দ্বারা রেল দেশের কৃষিব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনে ।
নতুন জীবিকা সৃষ্টি :
ভারতবাসীর কাছে রেলপথ নতুন নতুন জীবিকার সন্ধান ও দেয় । নতুন নতুন শিল্পে একদিকে যেমন কর্মসংস্থান হয় , অন্যদিকে রেলব্যবস্থা নিজেই পরিণত হয় এদেশের সর্ববৃহৎ নিয়োগকর্তায়।
কুফল
বেশ কিছু সফল সত্ত্বেও এদেশে রেলপথ প্রবর্তনের কিছু অকল্যাণকর দিকও ছিল ।
অন্যান্য পরিবহন ব্যবস্থার আর্থিক ক্ষতি :
রেলপথে পুঁজি বিনিয়ােগ করে ব্রিটিশ শিল্পপতিরা ভারতীয় অর্থকে শােষণ করে ব্রিটেনে নিয়ে যায় , ফলে গ্রামীণ অর্থনীতি রক্তশূন্য হয়ে পড়ে । মাল পরিবহনের ব্যাপারে রেলপথের ওপর গুরুত্ব আরােপিত হওয়ায় জলপথ পরিবহন ও সড়ক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় ।
অন্যান্য পরিবহন ব্যবস্থায় কর্মী ছাঁটাই :
রেলপথের মতাে বৃহৎ কর্মসংস্থায় বহু লােকের চাকরি হলেও অন্য পরিবহন সংস্থাগুলি রেলপথ স্থাপনের ফলে ক্ষতিগ্রস্ত হলে কর্মী ছাঁটাই করতে শুরু করে ।
দেশীয় পণ্য ও কুটিরশিল্পের ক্ষতিসাধন :
রেলপথের সুষ্ঠু প্রসারের সুযােগ নিয়ে ব্রিটেনের উৎপাদিত পণ্যসামগ্রী ভারতের অভ্যন্তরীণ বাজারে ছেয়ে যায় , ফলে দেশীয় শিল্পজাত পণ্যের বাজার চরম ক্ষতিগ্রস্ত হয় , কুটিরশিল্পের নাভিশ্বাস ওঠে ।
খাদ্যশস্যের অভাব :
রেলপথের অন্যতম কুফল ছিল ভারত থেকে চাল , গমসহ বিভিন্ন নিত্য প্রয়ােজনীয় খাদ্যশস্য ইংল্যান্ডে রপ্তানি , যার ফলে দেশীয় প্রয়ােজনে খাদ্যশস্যের অভাব দেখা দেয় ।
মূল্যায়ন
রেলপথের প্রচলন ঘটিয়ে ব্রিটিশ এদেশে সাম্রাজ্যবাদী শাসনকে আরও দৃঢ় করে । ঔপনিবেশিক কৃষিকেন্দ্রিক অর্থনীতি , শিল্পভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত হয় । মার্কিন ঐতিহাসিক বুকানন তাই মন্তব্য করেছেন — স্বনির্ভরতার যে বর্ম ভারতের গ্রামগুলিকে এতদিন রক্ষা করে আসছিল , ইস্পাতের রেল সেই বর্মকে ভেদ করে গ্রামজীবনের রক্তশােষণ শুরু করে দেয় । জে. এম. হার্ড – এর মতে — ভারতীয় অর্থনীতির সবকটি ক্ষেত্র রেলের দ্বারা প্রভাবিত হয়েছিল ( ‘ The impact of railways was felt in all sectors of the Indian economy ‘ ) ।
ধন্যবাদ