ভৌত বিজ্ঞান

বেগ কাকে বলে বিস্তারিত আলোচনা করো

Contents

বেগ কাকে বলে বিস্তারিত আলোচনা করো

একক সময়ে কোনাে বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে , তাকে বস্তুটির বেগ বলে । অর্থাৎ একক সময়ে বস্তুর সরণকে বস্তুর বেগ বলে

যদি t সময়ে কোনাে বস্তুর সরণ s হয় , তবে বস্তুর বেগ , v = s ÷ t ;

অর্থাৎ , সরণ = বেগ x সময়

বেগের মান এবং অভিমুখ দুই-ই আছে , তাই বেগ একটি ভেক্টর রাশি

1 KvGZi7T 02ovnUkWmylskg
বেগ

বেগের একক

cgs পদ্ধতিতে বেগের একক সেন্টিমিটার / সেকেন্ড

SI পদ্ধতিতে বেগের একক মিটার / সেকেন্ড

বেগের মাত্রা

সরণের মাত্রা ÷ সময়ের মাত্রা = [ L ] ÷ [ T ] = [ LT ⁻¹ ]

সমবেগ

সময়ের সঙ্গে কোনাে বস্তুর বেগের মান ও অভিমুখ উভয়ই অপরিবর্তিত থাকলে বস্তুটির বেগকে সমবেগ বলে

সমদ্রুতিসম্পন্ন বস্তু সমবেগসম্পন্ন নাও হতে পারে :

সমদ্রুতিসম্পন্ন কোনাে বস্তু সমবেগসম্পন্ন নাও হতে পারে । যেমন , বৃত্তাকার পথে সমদ্রুতিতে কোনাে বস্তু ঘুরতে থাকলে প্রতি মুহূর্তে বস্তুটির গতির অভিমুখ পরিবর্তন হওয়ায় তার বেগ অসম হয়

সমবৃত্তীয় গতিকে সমবেগসম্পন্ন গতি বলা হয় না

সমদ্রুতিতে বস্তু বৃত্তাকার পথে ঘুরলে প্রতিমুহূর্তে গতির অভিমুখ পরিবর্তন হওয়ায় বস্তুর বেগকে সম বলা যায় না । বস্তুটিকে সমবেগসম্পন্ন বলা হয় যখন বেগের মান ও অভিমুখ সর্বদা একই থাকে । কিন্তু এক্ষেত্রে বস্তুর বেগ অসম । ফলে সমবৃত্তীয় গতিকে সমবেগসম্পন্ন গতি বলা যায় না ।

অসমবেগ

সময়ের সঙ্গে কোনাে বস্তুর বেগের মান বা অভিমুখ অথবা উভয়ই পরিবর্তিত হলে , বস্তুটির বেগকে অসমবেগ বলে । অসমবেগের ক্ষেত্রে গড় বেগ নির্ণয় করতে হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!