বেগ কাকে বলে বিস্তারিত আলোচনা করো
Contents
বেগ কাকে বলে বিস্তারিত আলোচনা করো
একক সময়ে কোনাে বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে , তাকে বস্তুটির বেগ বলে । অর্থাৎ একক সময়ে বস্তুর সরণকে বস্তুর বেগ বলে ।
যদি t সময়ে কোনাে বস্তুর সরণ s হয় , তবে বস্তুর বেগ , v = s ÷ t ;
অর্থাৎ , সরণ = বেগ x সময়
বেগের মান এবং অভিমুখ দুই-ই আছে , তাই বেগ একটি ভেক্টর রাশি ।

বেগের একক
cgs পদ্ধতিতে বেগের একক সেন্টিমিটার / সেকেন্ড ।
SI পদ্ধতিতে বেগের একক মিটার / সেকেন্ড ।
বেগের মাত্রা
সরণের মাত্রা ÷ সময়ের মাত্রা = [ L ] ÷ [ T ] = [ LT ⁻¹ ]
সমবেগ
সময়ের সঙ্গে কোনাে বস্তুর বেগের মান ও অভিমুখ উভয়ই অপরিবর্তিত থাকলে বস্তুটির বেগকে সমবেগ বলে ।
সমদ্রুতিসম্পন্ন বস্তু সমবেগসম্পন্ন নাও হতে পারে :
সমদ্রুতিসম্পন্ন কোনাে বস্তু সমবেগসম্পন্ন নাও হতে পারে । যেমন , বৃত্তাকার পথে সমদ্রুতিতে কোনাে বস্তু ঘুরতে থাকলে প্রতি মুহূর্তে বস্তুটির গতির অভিমুখ পরিবর্তন হওয়ায় তার বেগ অসম হয় ।
সমবৃত্তীয় গতিকে সমবেগসম্পন্ন গতি বলা হয় না
সমদ্রুতিতে বস্তু বৃত্তাকার পথে ঘুরলে প্রতিমুহূর্তে গতির অভিমুখ পরিবর্তন হওয়ায় বস্তুর বেগকে সম বলা যায় না । বস্তুটিকে সমবেগসম্পন্ন বলা হয় যখন বেগের মান ও অভিমুখ সর্বদা একই থাকে । কিন্তু এক্ষেত্রে বস্তুর বেগ অসম । ফলে সমবৃত্তীয় গতিকে সমবেগসম্পন্ন গতি বলা যায় না ।
অসমবেগ
সময়ের সঙ্গে কোনাে বস্তুর বেগের মান বা অভিমুখ অথবা উভয়ই পরিবর্তিত হলে , বস্তুটির বেগকে অসমবেগ বলে । অসমবেগের ক্ষেত্রে গড় বেগ নির্ণয় করতে হয় ।