ভৌত বিজ্ঞান

মন্দন কাকে বলে আলোচনা করো

Contents

মন্দন কাকে বলে আলোচনা করো

কোনাে বস্তুর বেগ যদি ক্রমশ কমতে থাকে তবে সময়ের সাপেক্ষে বস্তুটির বেগ পরিবর্তনের হারকে মন্দন বলে

অতএব , মন্দন = বেগ হ্রাস ÷ সময়

মন্দনের মান এবং অভিমুখ দুই – ই আছে , তাই মন্দন একটি ভেক্টর রাশি

duncan 300x150 1
মন্দন

মন্দনের একক

cgs পদ্ধতিতে মন্দনের একক  সেন্টিমিটার / সেকেন্ড²

SI – তে মন্দনের একক মিটার / সেকেন্ড²

মন্দনের মাত্রা

বেগের মাত্রা ÷ সময়ের মাত্রা

[ LT⁻¹ ÷ T ]

= [ LT⁻² ]

ঋণাত্মক ত্বরণ

কোনাে বস্তুকণা ত্বরণসহ অগ্রসর হলে তার বেগ নির্দিষ্ট হারে ক্রমশ বাড়ে এবং মন্দনসহ অগ্রসর হলে তার বেগ নির্দিষ্ট হারে কমে । ত্বরণকে ধনাত্মক ধরা হলে , মন্দন যেহেতু তার বিপরীত , তাই একে ঋণাত্মক ত্বরণ বলা হয় । কোনাে বস্তুকণার প্রাথমিক বেগ u এবং t সময় পরে বেগ বৃদ্ধি পেয়ে v হলে বস্তুর ত্বরণ ,

f = v – u ÷ t

আবার , t সময় পরে বেগ কমে v হলে ,

মন্দন = u – v ÷ t

 = – ( v – u ) ÷ t 

= – f 

= – ত্বরণ

One thought on “মন্দন কাকে বলে আলোচনা করো

  • Anonymous

    Thank youbro🙂🖤

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!