ভরবেগ বলতে কি বোঝো আলোচনা করো
Contents
ভরবেগ বলতে কি বোঝো আলোচনা করো
ভর এবং বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে পরিমাণ গতির সৃষ্টি হয় , তাকে বস্তুটির ভরবেগ বলে । ভরবেগ বস্তুর গতি পরিমাপক । বস্তুর ভরবেগ বস্তুর ভর এবং বেগের গুণফলের সমান । কোনাে বস্তুর ভর m এবং বেগ v হলে বস্তুটির ভরবেগ = m × v ।

ভরবেগের একক
cgs পদ্ধতিতে ভরবেগের একক গ্রাম সেমি / সেকেন্ড ।
SI – তে ভরবেগের একক কিলােগ্রাম মিটার / সেকেন্ড ।
ভরবেগ ভেক্টর রাশি
বস্তুর ভরবেগের মান এবং অভিমুখ দুই – ই আছে , তাই ভরবেগ একটি ভেক্টর রাশি ।
ভরবেগের মাত্রা
ভরের মাত্রা x বেগের মাত্রা
= [ M ] [ LT⁻¹ ]
= [ MLT⁻¹ ] ।
সমদ্ৰুতিসম্পন্ন ভারী ও হালকা বস্তুর ভরবেগ
ব্রেক কষে খালি ট্রাকটিকে থামানাে সহজ । ট্রাক দুটি একই দ্রুতিতে চললেও এবং ট্রাক দুটির গঠন হুবহু এক হওয়া সত্ত্বেও মালবাহী ট্রাকটির ভর বেশি হওয়ায় খালি ট্রাকটির চেয়ে মালবাহী ট্রাকের ভরবেগ বেশি । কারণ , ট্রাকের ভরবেগ = ট্রাকের ভর x ট্রাকের বেগ । যেহেতু মালবাহী ট্রাকের ভরবেগ বেশি , এটিকে ব্রেক কষে থামাতে অপেক্ষাকৃত বেশি বিরুদ্ধ বল প্রয়ােগ করতে হবে , তাই খালি ট্রাকটিকে থামানাে সহজ হবে ।