ভৌত বিজ্ঞান

নিউটনের তৃতীয় গতিসূত্র আলোচনা করো

Contents

নিউটনের তৃতীয় গতিসূত্র আলোচনা করো

প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে

IMG ২০২০০৪২৯ ১০৪৯১০
ক্রিয়া ও প্রতিক্রিয়া

তৃতীয় গতিসূত্রের সত্যতা প্রমাণের পরীক্ষা

উপকরণ : দুটি স্প্রিং তুলা

পরীক্ষা ধাপ – 1 : দুটি স্প্রিং তুলা নিয়ে একটির হুকের সঙ্গে অপরটির হুক আটকানাে হল । প্রথমে স্প্রিং তুলা দুটিকে হাত দিয়ে বিপরীত দিকে টানা হল ।

পর্যবেক্ষণ : দেখা গেল যে , দুটি তুলার পাঠ সমান ।

পরীক্ষা ধাপ – 2 : এবার একটি তুলাকে দেওয়ালের সঙ্গে আটকে অপর তুলাটিকে আগের মতাে সমান বল দিয়ে টানা হল ।

পর্যবেক্ষণ : দেখা গেল যে , দুটি তুলার পাঠ সমান ।

সিদ্বান্ত : স্প্রিং তুলাদুটির পাঠ সমান হয় বলে প্রমাণিত হয় যে , ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীত ।

ক্রিয়া ও প্রতিক্রিয়া

যখন একটি বস্তু অপর একটি বস্তুর ওপর বল প্রয়ােগ করে , তখন দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুর ওপর একটি সমান ও বিপরীতমুখী বল প্রয়ােগ করে । প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর ওপর যে বল প্রয়ােগ করে , তাকে বলে ক্রিয়া এবং দ্বিতীয় বস্তু কর্তৃক প্রথম বস্তুর ওপর প্রযুক্ত বলকে বলে প্রতিক্রিয়া

প্রয়ােগবিন্দু :

ক্রিয়া ও প্রতিক্রিয়া বল দুটি ভিন্ন বস্তুর ওপর ক্রিয়া করে ,  কখনােই একই বস্তুর ওপর ক্রিয়া করে না । অর্থাৎ , বল দুটির প্রয়ােগবিন্দু আলাদা বা ভিন্ন ।

ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী বল হওয়া সত্ত্বেও সাম্য প্রতিষ্ঠায় অক্ষম

যখন দুটি সমান ও বিপরীতমুখী বল একই বস্তুর ওপর প্রযুক্ত হয় , অর্থাৎ প্রয়ােগবিন্দু একই হয় , তখন সাম্য সৃষ্টি হতে পারে , অর্থাৎ বস্তুটি স্থির থাকে । কিন্তু ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সর্বদা দুটি ভিন্ন বস্তুর ওপর ক্রিয়া করে , কখনােই একই বস্তুর ওপর ক্রিয়া করে না । তাই ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সমান ও বিপরীতমুখী হলেও বল দুটি কখনও সাম্য প্রতিষ্ঠা করতে পারে না

তৃতীয় গতিসূত্রের উদাহরণ বা ক্রিয়া-প্রতিক্রিয়ার উদাহরণ

  1. বন্দুক থেকে গুলি ছােড়ার সময় বন্দুক গুলির ওপর একটি বল প্রয়ােগ করে । এই বলের ক্রিয়ায় গুলিটি সামনের দিকে প্রবল বেগে ছােটে । গুলিটিও বন্দুকের ওপর সঙ্গে সঙ্গে সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়ােগ করে । ফলে , বন্দুকটি পিছনের দিকে সরে যায় । তাই যে বন্দুক ছোড়ে সে একটি ধাক্কা অনুভব করে ।
  2. কোনাে আরােহী নৌকো থেকে তীরে লাফ দিয়ে নামলে নৌকোটি পিছনের দিকে সরে যায় । নৌকো থেকে লাফ দেবার সময় আরােহী নৌকোর ওপর একটি বল প্রয়ােগ করে । এর ফলে নৌকোটি পিছনের দিকে সরে । সঙ্গে সঙ্গে নৌকোটি আরােহীকে একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল দেয় , যার ফলে আরােহী তীরে পৌছােয় ।

নিউটনের তৃতীয় গতিসূত্রের প্রয়ােগ

জেট প্লেন বা রকেটের গতি নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ ।

রকেটের কার্যপ্রণালী :

রকেটের মধ্যে একটি দহন প্রকোষ্ঠ থাকে । সেখানে তরল গ্যাসােলিন ও তরল অক্সিজেনের একটি মিশ্রণকে জ্বালানি হিসেবে রাখা থাকে । ওই জ্বালানির দহনের ফলে উৎপন্ন গ্যাস রকেটের নীচের দিকের একটি সরু নলের মধ্যে দিয়ে তীব্র বেগে বেরিয়ে আসে । ফলে ভরবেগের নিম্নমুখী তীব্র পরিবর্তন ঘটে এবং নিম্নমুখী একটি প্রচণ্ড বলের উদ্ভব হয় । এটি ক্ৰিয়াবল । এর ফলে যে প্রচণ্ড বিপরীতমুখী প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় , তার ফলে রকেট তীব্রবেগে মহাকাশে উঠে যায় ।

জেট প্লেনের কার্যপ্রণালী :

জেট প্লেনের দহন – প্রকোষ্ঠে জ্বালানি ভরা থাকে । আবহমণ্ডল থেকে বায়ু ওই দহন – প্রকোষ্ঠে প্রবেশ করে । জ্বালানির দহনে উৎপন্ন গ্যাস জেট প্লেনের পিছন দিক দিয়ে প্রচণ্ড বেগে বের হতে থাকে । এই ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়ার জন্য জেট প্লেন সামনের দিকে এগিয়ে যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!