ত্বরণ বলতে কি বোঝো আলোচনা করো
Contents
ত্বরণ বলতে কি বোঝো আলোচনা করো
কোনাে গতিশীল বস্তুর বেগ যদি ক্রমশ বাড়তে থাকে , তাহলে সময়ের সাপেক্ষে বস্তুটি বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে ।

অতএব , ত্বরণ = বেগ বৃদ্ধি ÷ সময়
ত্বরণের মান এবং অভিমুখ দুইই আছে ; তাই ত্বরণ একটি ভেক্টর রাশি ।
ত্বরণের একক :
cgs পদ্ধতিতে ত্বরণের একক সেন্টিমিটার / সেকেন্ড² ।
SI – তে ত্বরণের একক মিটার / সেকেন্ড² ।
ত্বরণের মাত্রা :
বেগের মাত্রা ÷ সময়ের মাত্রা = [ LT⁻¹ ] ÷ [ T ] = [ LT⁻² ]
সমত্বরণ :
যদি কোনাে বস্তুর বেগ সমান সময়ের ব্যবধানে একই পরিমাণে বৃদ্ধি পায় , তবে বস্তুটির ত্বরণকে সমত্বরণ বলে ।
অসমত্বরণ :
যদি কোনাে বস্তুর বেগ সমান সময়ের ব্যবধানে একই পরিমাণে বৃদ্ধি না পায় , তবে বস্তুটির ত্বরণকে অসমত্বরণ বলে ।
ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসার কারণ :
ত্বরণের এককে ‘ প্রতি সেকেন্ড ‘ কথাটি দুবার আসে ; একবার বেগ বােঝাবার জন্য এবং আর একবার বেগ পরিবর্তনের হার বােঝার জন্য ।
আমরা জানি , ত্বরণ = বেগ বৃদ্ধি ÷ সময় ;
∴ ত্বরণের একক = বেগের একক ÷ সময়ের একক
আবার , বেগের একক = সরণের একক ÷ সময়ের একক ;
∴ ত্বরণের একক = ( সরণের একক ÷ সময়ের একক ) × (1 ÷ সময়ের একক )
যেমন , cgs পদ্ধতিতে ত্বরণের একক = (সেন্টিমিটার ÷ সেকেন্ড) x (1 ÷ সেকেন্ড) = সেন্টিমিটার ÷ সেকেন্ড²
অভিকেন্দ্র ত্বরণ :
কোনাে বস্তু সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরলে প্রতি মুহুর্তে বেগের মান অপরিবর্তিত থাকলেও অভিমুখের পরিবর্তন ঘটে । এক্ষেত্রে বস্তুর গতির প্রতি মুহূর্তে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে একটি ত্বরণ সৃষ্টি হয় । একে বলা হয় অভিকেন্দ্র ত্বরণ ।