ভৌত বিজ্ঞান

স্থিতি ও গতি আপেক্ষিক ব্যাখ্যা করো

Contents

স্থিতি ও গতি আপেক্ষিক ব্যাখ্যা করো

IMG ২০২০০৪২৯ ১১২২০৯
আপেক্ষিক স্থিতি ও গতি

স্থিতি

পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের সঙ্গে যে বস্তুর অবস্থানের কোনাে পরিবর্তন হয় না , সেই বস্তুকে স্থির বা অচল বস্তু বলে এবং তার এই বিশেষ অবস্থাকে স্থিতি বলে

গতি

পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের সঙ্গে যে বস্তুর অবস্থানের পরিবর্তন হয় , সেই বস্তুকে গতিশীল বা সচল বস্তু বলে । এবং তার এই বিশেষ অবস্থাকে গতি বলে ।

স্থিতি ও গতি আপেক্ষিক

এই ব্ৰহ্মাণ্ডে চরম স্থিতি ও চরম গতি বলে কিছু নেই । কোনাে বস্তু একেবারে অর্থাৎ চরমভাবে স্থির — একথা আমাদের পক্ষে বলা সম্ভব নয় । উদাহরণ — একটি গাছকে একজন স্থির দর্শক স্থির অবস্থায় দেখছে । ওই গাছটিকে আবার চলন্ত রেলগাড়ির একজন যাত্রীর নিকট গতিশীল মনে হবে । সুতরাং , যখন কোনাে বস্তুকে আমরা স্থির বলে মনে করি , তখন বুঝতে হবে ওই বস্তু অন্য কোনাে বস্তুর সাপেক্ষে স্থির , কিন্তু চরম স্থির অবস্থায় থাকে না । গাছটি স্থির দর্শকের সাপেক্ষে স্থির কিন্তু চরম স্থির নয় ।

গতি সম্পর্কেও একই কথা বলা যায় । উদাহরণ — রেললাইনের ধারে দাঁড়িয়ে থাকা একজন দর্শকের কাছে চলন্ত রেলগাড়ির একজন যাত্রীকে গতিশীল মনে হয় । আবার , পাশাপাশি দুটি লাইনে একই বেগে একই দিকে চলন্ত দুটি রেলগাড়ির দুজন যাত্রী পরস্পরকে স্থির বলে মনে করে । সুতরাং , চরম স্থিতি বা চরম গতি বলে কিছু নেই । অতএব বলা যায় , কোনাে বস্তুর স্থিতি ও গতি আপেক্ষিক ।

গতির প্রকারভেদ

গতি দুই প্রকার —

  1. চলন গতি এবং
  2. ঘূর্ণন গতি বা আবর্ত গতি ।

চলন গতি :

স্থির বস্তুর সাপেক্ষে কোনাে বস্তু সরলরেখা বরাবর চলতে থাকলে ওই বস্তুর গতিকে চলন গতি বলে । এই গতিতে বস্তুর প্রতিটি কণা একই বেগে একই দিকে সমান্তরালভাবে সমান দূরত্ব অতিক্রম করে ।

উদাহরণ : অভিকর্ষের প্রভাবে উল্লম্বভাবে পড়ন্ত পাথরখণ্ডের গতি ।

ঘূর্ণন গতি বা আবর্ত গতি :

স্থির বস্তুর সাপেক্ষে কোনাে বস্তু একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারদিকে বৃত্তাকার পথে ঘুরতে থাকলে ওই বস্তুর গতিকে ঘূর্ণন গতি বা আবর্ত গতি বলে ।

উদাহরণ : বৈদ্যুতিক পাখার গতি ।

মিশ্র গতি

কোনাে বস্তুর একই সঙ্গে যদি চলন ও ঘূর্ণন গতি বর্তমান থাকে , তবে সেই বস্তুর গতিকে মিশ্র গতি বলে ।

উদাহরণ : চলন্ত মােটর গাড়ির চাকায় চলন ও ঘূর্ণন একই সঙ্গে ক্রিয়াশীল । গাড়ির চাকা তার কেন্দ্রের অক্ষের চারদিকে ঘােরে — এটি ঘূর্ণন গতি । আবার , চাকাটি গতিশীল হওয়ায় রাস্তা বরাবর একটি নির্দিষ্ট দিকে অগ্রসর হয় — এটি চলন গতি ।

চলন ও ঘূর্ণন গতির পার্থক্য

চলন গতি :

সরল চলন গতি হল সরলরৈখিক গতি ।

সরল চলনে গতির দিক বা অভিমুখ অপরিবর্তিত থাকে ।

ঘূর্ণন গতি :

ঘূর্ণন গতি হল সামতলিক বৃত্তাকার গতি ।

ঘূর্ণন গতিতে ঘূর্ণন অক্ষ অপরিবর্তিত হতে থাকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!