ক্ষমতা বলতে কি বুঝ আলোচনা কর

ক্ষমতা বলতে কি বুঝ আলোচনা কর

work energy power 2 reading assignment revision 1 1 638
Power

কার্য করার হারকে ক্ষমতা বলে

ক্ষমতার পরিমাপ 

কোনাে বল এক সেকেন্ডে যে পরিমাণ কার্য করে , তাই হল ক্ষমতার পরিমাপ ।

যদি t সময়ে W পরিমাণ কার্য করা হয় , তবে ক্ষমতা , P = W ÷ t

কার্য ও ক্ষমতার সম্পর্ক

ক্ষমতা = কৃতকার্য ÷ সময়

কার্য = ক্ষমতা x সময়  ।

ক্ষমতার মাত্রা

ক্ষমতার মাত্রা = কার্যের মাত্রা ÷ সময়ের মাত্রা

= [ ML²T⁻² ] ÷ [ T ]

= [ ML²T⁻³ ]

ক্ষমতা ও বেগের সম্পর্ক

ক্ষমতা = কার্য ÷ সময়

= বল x সরণ ÷ সময়

= বল x বেগ [∵ বেগ = সরণ ÷ সময় ]

ক্ষমতা = প্রযুক্ত বল x বস্তুর বেগ

ক্ষমতার একক

cgs পদ্ধতিতে ক্ষমতার পরম একক আর্গ / সেকেন্ড এবং অভিকর্ষীয় একক গ্রাম সেন্টিমিটার / সেকেন্ড

SI পদ্ধতিতে ক্ষমতার পরম একক জুল / সেকেন্ড বা ওয়াট এবং অভিকর্ষীয় একক কিলােগ্রাম মিটার / সেকেন্ড

ক্ষমতার এককসমূহের সংজ্ঞা

আর্গ/সেকেন্ড :

এক সেকেন্ডে 1 আর্গ কার্য করার ক্ষমতাকে এক আর্গ / সেকেন্ড বলে ।

ওয়াট :

এক সেকেন্ডে 1 জুল কার্য করার ক্ষমতাকে এক ওয়াট বলে । 

গ্রাম সেন্টিমিটার/সেকেন্ড :

এক গ্রাম ভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে এক সেকেন্ডে এক সেন্টিমিটার ওপরে তুলতে যে ক্ষমতার প্রয়ােজন হয় , তাকে এক গ্রাম সেন্টিমিটার / সেকেন্ড বলে ।

কিলােগ্রাম মিটার/সেকেন্ড :

এক কিলােগ্রাম ভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে এক সেকেন্ডে এক মিটার ওপরে তুলতে যে ক্ষমতার প্রয়ােজন হয় , তাকে এক কিলােগ্রাম মিটার / সেকেন্ড বলে ।

ওয়াট এবং অশ্বক্ষমতা

ওয়াট :

এক সেকেন্ডে 1 জুল বা 107 আর্গ কার্য করার ক্ষমতাকে এক ওয়াট বলে । এটি cgs পদ্ধতিতে এবং SI – তে ক্ষমতার ব্যাবহারিক একক ।

অশ্বক্ষমতা :

এক সেকেন্ডে 550 ফুট পাউন্ড কার্য করার ক্ষমতাকে এক হর্সপাওয়ার বা অশ্বক্ষমতা বলে । এটি fps পদ্ধতিতে ক্ষমতার ব্যাবহারিক একক ।

অশ্বক্ষমতা ও ওয়াটের মধ্যে সম্পর্ক

1 অশ্বক্ষমতা বা হর্সপাওয়ার

= 550 ফুট পাউন্ড / সেকেন্ড

= 550 x 1 ফুট x 1 পাউন্ড – ভার / সেকেন্ড

= 550 x 30.48 সেমি x ( 453.6 x 981 ডাইন ) / সেকেন্ড

= 550 x 30.48 x 453.6 x 981 আর্গ / সেকেন্ড

= 746 x 10⁷ আর্গ / সেকেন্ড

= 746 জুল / সেকেন্ড

= 746 ওয়াট

কিলােওয়াট

এক সেকেন্ডে 1000 জুল কার্য করার ক্ষমতাকে এক কিলােওয়াট বলে ।

কিলােওয়াট ও অশ্বক্ষমতার সম্পর্ক :

1 কিলােওয়াট = 1000 ওয়াট

= 1000 ÷ 746 = 1.34 অশ্বক্ষমতা । 

Leave a Reply

Your email address will not be published.

x
error: Content is protected !!