গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য গুলি আলোচনা করো
গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য গুলি আলোচনা করো

গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য গুলি নিম্নরূপ 一
গ্রহ : গ্রহগুলি নির্দিষ্ট কক্ষে থেকে সূর্যের চারদিকে পরিক্রমণ করে।
উপগ্রহ : উপগ্রহগুলি নির্দিষ্ট কক্ষে থেকে গ্রহকে প্রদক্ষিণ করে।
গ্রহ : এগুলি উপগ্রহের তুলনায় আকারে বড়ো হয়।
উপগ্রহ : এগুলি গ্রহের তুলনায় আকারে ছোট হয়।
গ্রহ : উপগ্রহকে বাদ দিয়ে গ্রহের অস্তিত্ব সম্ভব। উদাহরণ 一 বুধ ও শুক্র।
উপগ্রহ : গ্ৰহকে বাদ দিয়ে উপগ্রহের অস্তিত্ব সম্ভব নয়। উদাহরণ চাঁদ (পৃথিবীর উপগ্রহ), ফোবোস ও ডাইমোস (মঙ্গলের উপগ্রহ), টাইটান (শনির উপগ্রহ) প্রভৃতি।
Thanks for you
ধণ্যবাদ
Thanks for this