ভূগোল

গ্রহ ও নক্ষত্রের পার্থক্য গুলি আলোচনা করো

গ্রহ ও নক্ষত্রের পার্থক্য গুলি আলোচনা করো

index 8
সৌর জগৎ

গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্যগুলি নিম্নরূপ 一

গ্রহ : গ্রহগুলি শীতল ও কঠিন।

নক্ষত্র : নক্ষত্রগুলি এক-একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড।

গ্রহ : এদের নিজস্ব আলো ও উত্তাপ নেই। সূর্যের আলো এগুলির গায়ে পড়ে প্রতিফলিত হয় বলে এগুলিকে আলোকিত দেখা যায়।

নক্ষত্র : এদের নিজস্ব আলো উত্তাপ আছে। এগুলি থেকে আলো ও উত্তাপ বিচ্ছুরিত হয়।

গ্রহ : এগুলি নক্ষত্রের চারিদিকে পরিক্রমণ করে।

নক্ষত্র : এগুলি গ্রহসমূহের কক্ষপথের কেন্দ্রে থাকে।

গ্রহ : নক্ষত্রের তুলনায় গ্রহগুলি ক্ষুদ্রাকার।

নক্ষত্র : এগুলি বিশালাকার।

গ্রহ : আমাদের অনেক কাছে আছে বলে এদের আলো আমরা স্থির দেখি।

নক্ষত্র : বহু দূরে আছে বলে (সূর্য ছাড়া) এদের আমরা মিটমিট করে জ্বলতে দেখি।

গ্রহ : নক্ষত্র সৃষ্টির পর গ্রহের উৎপত্তি হয়েছে। উদাহারন 一 বুধ ও শুক্র

নক্ষত্র : গ্রহের আগে সৃষ্টি হয়েছে নক্ষত্র। উদাহরণ 一 সূর্য, প্রক্সিমা সেন্টরাই, ধ্রুবতারা প্রভৃতি।

4 thoughts on “গ্রহ ও নক্ষত্রের পার্থক্য গুলি আলোচনা করো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!